The Best FIFA Football Awards 2023 : মেসির হাতে উঠল বর্ষসেরার পুরস্কার
![]() |
Source: Fifa (Instagram) |
কিলিয়ান এমবাপে (Embappe) ও করিম বেঞ্জামাকে(Karim benjama) পেছনে ফেলে ২০২২ সালের ফিফার বর্ষসেরা ফুটবলারের( the best FIFA football awards) ট্রফিটি হাতে তুলেন লিওনেল মেসি(Lionel Messi) । মঙ্গলবার রাতে অর্থাৎ ২৮ শে ফেব্রুয়ারি রাত দুপুর ০১.৩০ মিনিটে ফিফার বর্ষসেরার পুরস্কারের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্যারিসে।
এদিন অনুষ্ঠানের শুরুতেই ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিন্নো(Gianni Infantino) মঞ্চে উঠে গত বছরে প্রয়াত ফুটবলের কিংবদন্তি পেলে(Pele) এবং অন্যান্য মারা যাওয়া ফুটবলারদের স্মরণ করেন। পেলে কি স্মরণ করে ইনফান্তিন্নো বলেন " পেলে ই ফুটবল পেলে ই চিরকালীন" তিনবার বিশ্বকাপ জয়ী কিংবদন্তের একটি ভিডিও ফুটেজ ও দেখানো হয় । পেলেকে স্মরণ করতে মঞ্চে ওঠেন ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনাল্ডো (Ronaldo)এবং পর্তুগিজ ভাষায় পেলেকে স্মরণ করেন । এবং "কালো মানিককে ,, শ্রদ্ধা জানিয়ে ফিফার একটি বিশেষ সম্মাননা ট্রফি ও তুলে দেওয়া হয় পেলের স্ত্রীর হাতে । পেলেকে স্মরণ করে ফিপার বর্ষের আর অনুষ্ঠানটি শুরু হয় ।
ফিফার বর্ষসেরা পুরস্কার গুলি (The Best FIFA Football Awards):-
![]() |
Lionel Messi Source: Fifa (Instagram) |
এদিন পুরস্কার মঞ্চে উঠে মেশিন বক্তব্য ছিল " আবারো এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এমবাপে সঙ্গে আছেন বেঞ্জেমা আসতে পারেনি । দুজনই গত বছর দারুন খেলেছেন । ধন্যবাদ জানাই আমার সতীর্থদের, কোচ লিওনেল স্কালোনিকে। যিনি আমাদের প্রতিনিধিত্ব করেছেন দল যা করেছে এইসব সাফল্য ওনারই স্বীকৃত । এই বছরটা আমার জন্য দারুন ছিল। অনেক ত্যাগের পর স্বপ্ন পূরণ হয়েছে । খুব কম খেলোয়াড়েরা এই স্বপ্ন পূরণ করতে পারে এবং আমি তা করতে পেরেছি ,, পরিবার ও আর্জেন্টিনার মানুষকে ধন্যবাদ জানিয়ে নিজের কথা শেষ করেন লিওনেল মেসি ।
২. ফিফার বর্ষসেরা নারী ফুটবলার(the best FIFA women's player) : ২০২২ সালের মহিলা ফুটবলারের পুরস্কারটি যেতে নেন পাঠালোনার স্প্যানিশ তারকা আলেক্সিয়া পুতেয়াস Alexia Puteus) । অ্যালেক্সিয়া এই নিয়ে দ্বিতীয় বার এই খেতাব অর্জন করলেন ।
![]() |
Source: Fifa(Instagram) |
৩. ফিফার বর্ষসেরা পুরুষ গোলরক্ষক( the best FIFA men's goalkeeper) : পুরুষ বিভাগে ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারটি জিতে নেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এমিলিয়ানো মার্টিনেজ(emiliano martinate) । ৩০ বছর বয়সী মার্টিনেজ তার দেশকে বিশ্বকাপ জিততে সাহায্য করেন । ফ্রান্সে ফাইনাল এর বিরুদ্ধে শুড আউট জয়সহ ৪টি পেনাল্টি বাঁচিয়েছেন। ফিপার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করলেন এমিলিয়ানো মার্টিনেজ । পৃথিবীর প্রথম কোন গোলকিপার হিসেবে ফিফা প্রদত্ত সবচেয়ে মর্যাদা পূর্ণ পুরস্কার পেয়েছেন মার্টিনেজ। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস, কোপা আমেরিকা গোল্ডেন গ্লাভস, ফিফা বর্ষসেরা গোলরক্ষক , ওনার এই জয় আরো কিছু দিক দিয়ে অনান্য আর তা হল তিনি কখনো কোন লিগ কিংবা শিরোপা না যেতেই এতগুলি খেতাব অর্জন করেছেন । তিনি মাত্র তিন বছরে যা করলেন তা কোন গোলরক্ষক করতে পারেনি । আর্জেন্টাইন ফ্যান এবং জাতির জন্য এমিলিয়ানো মার্টিনেজর একটি উপহারস্বরূপ । বর্ষসেরা ট্রফিটি হাতে নিয়ে মার্টিনেজ বলেন ' আমার ক্যারিয়ারের জন্য দারুন মুহূর্ত, দেশের জন্য গর্বের । সবাই জানতে চায় আমার আদর্শ কারা ? মা-বাবাকে দৈনিক ৮-৯ ঘন্টা কাজ করতে দেখেছি তারাই আমার আদর্শ ।
![]() |
Source: Fifa(Instagram) |
৪. ফিফার বর্ষসেরা নারী গোলরক্ষক( the best FIFA women's goalkeeper): বরস সেরা নারী গোল রক্ষকের ট্রফিটি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোল রক্ষক মেরি আর্পস( Mary Earps) । তিনি গত বছর ইংল্যান্ড কে ইউরো কাপ চ্যাম্পিয়ন করান ।
৫. ফিফার বর্ষসেরা পুরুষ কোচ (the best FIFA men's coach): বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কারটি জিতেছেন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি(Lionel Scalony)। যিনি আর্জেন্টিনাকে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন । পুরস্কার পাওয়ার পর স্কালোনি AFA এর সভাপতি, ২৬ জন খেলোয়াড়, আইমার এবং পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ জানাই । তার সঙ্গে আরো বলেন " দেশের হয়ে কিছু জেতার চেয়ে সুন্দর আর কিছু নেই । এই জায়গাটা আমার স্ত্রী, সন্তান ,আমার শহর ও দেশের মানুষের জন্যই আমি এখানে । স্কালোনি পুরস্কার জেতার পর বল নিয়ে রাজ্যের মাধ্যমে কাতার বিশ্বকাপ কে স্মরণ করেন
![]() |
Source: Fifa(Instagram) |
![]() |
Source: Fifa(Instagram) |
![]() |
Source: Fifa(Instagram) |
৮. সেরা ফেয়ার প্লে পুরস্কার( the FIFA player play award) : সেরা ফেয়ার প্লে পুরস্কার জিতেছেন জর্জিয়ার রাইট ব্যাক ডিফেন্ডার লুকা লোচোশভিলি । গত বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ঘরোয়া ফুটবল ম্যাচের মধ্যে চেতনা হারানো এক ফুটবলারের জীবন বাঁচান লোচোশভিলি । ম্যাচ থাকায় পুরস্কারটি নিতে তিনি আসতে পারেন নি। ভিডিও বার্তায় জানিয়েছেন " পুরস্কারটি পেয়ে আমি আনন্দিত তবে ফুটবলের কি জীবন বাঁচানোটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ,,
![]() |
Source: Fifa(Instagram) |
৯. ফিফার সেরা ভক্তের পুরস্কার(the FIFA fan award): সেরা ভক্তের পুরস্কার ওঠে আর্জেন্টিনার ঘরে । আর্জেন্টিনার সমর্থকদের প্রতিনিধি হিসেবে এই ট্রফি গ্রহণ করেন আর্জেন্টিনার ৮২ বছর বয়সী এল তুলা নামে খ্যাতি কার্লোস পাসকুয়াল । এই নিয়ে আর্জেন্টিনার দখলে ৪টি পুরস্কার।
![]() |
Source: Fifa(Instagram) |
এক নজরে ফিফার বর্ষসেরা পুরস্কার:
বর্ষসেরা পুরুষ খেলোয়াড় : লিওনেল মেসি( Lionel Messi)
বর্ষসেরা নারী খেলোয়াড় : অ্যালেক্সিয়া পুতেয়াস( Alexia Puttelas)
বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিগমান(Sarina Wiheman)
বর্ষসেরা পুরুষ কোচ: লিওনেল স্কালোনি( Lionel Scalloni )
বর্ষসেরা নারী গোলকিপার: মেরি আর্পস( Mary Earps)
বর্ষসেরা পুরুষ কোচ : এমিলিয়ানো মার্তিনেজ( Emiliano Martinez)
বর্ষসেরা পুসকাস পুরস্কার: মারচিন ওলেকসি( Marcin Oleksy)
বর্ষসেরা ফেয়ার প্লে পুরস্কার: লুকা লোচাশভিলি( Luka Lochosvili)
বর্ষসেরা ভত্তের পুরস্কার: আর্জেন্টিনার সমর্থক( Arjentina Fan)
একটি মন্তব্য পোস্ট করুন