The Best Fifa Football Awards 2022 -দেখেনিন ফিফার বর্ষসেরা একাদশ২০২২- Fifpro Men's World 11

 দেখেনিন ফিফার বর্ষসেরা একাদশ

গত মঙ্গলবার ২৮শে ফেব্রুয়ারি রাত ১.৩০ মিনিটে প্যারিসে জাক জমক ভাবে অনুষ্ঠিত হয় বর্ষসেরা পুরস্কারের  অনুষ্ঠান । বর্ষসেরার মঞ্চেও দেখা যায় আর্জেন্টিয়ানদের জয়জয়কার । বিশ্বকাপে গোল্ডেন বল পাওয়া মেসির হাতে উঠেছে এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার । সেরা গোলরক্ষক এবং সেরা কোচের পুরস্কার জিতে নেন ইমিলিয়ানো মার্তিনেজ ও লিওনেল স্কালোনি । 

ফিফপ্রো ফিফা একাদশ।
Source: Fifa Official Website 

সেই জাক জমক রাতেই ঘোষণা করা হয়েছে ফিফার বর্ষসেরা একাদশও। বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন গোটা মৌসুমে জাতীয় দল ও ক্লাবে দাপট দেখানো খেলোয়াড় । তবে সবাইকে চমকে দিয়েছেন সেই তালিকায় এমিলিয়ানো মার্তিনিজের নাম না থাকায় । 

২০০৫ সাল থেকে প্রতিবছর ফিফপ্রো বিশ্বের পেশাদার ফুটবলারদের আহ্বান জানিয়ে থাকেন‌ বছরের সেরা একাদশ বাছাই করার জন্য। এটাই ফুটবলের একমাত্র বৈশ্বিক পুরস্কার যেটা শুধুমাত্র ফুটবলারদের ভোটে ঠিক করা হয়।

Source: Fifa (Instagram)

এবারে ৬৮ টি দেশের ১৮ হাজার ৬৪০ পেশাদার খেলোয়াড়দের ভোটে নির্বাচিত করা হয়েছে ২০২২ সালের পুরুষদের বিশ্ব একাদশ। এই নির্বাচনের সময়সীমা ছিল ৮ ই আগস্ট ২০২১ থেকে ১৮ ই ডিসেম্বর ২০২২ পর্যন্ত । এই সেরা একাদশে মেসি ছাড়াও অনেকে জায়গা পেয়েছেন, বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসের পর ফিফার বর্ষসেরা পুরস্কার ও আর্জেন্টিনার গোলরক্ষকের দখলে গেলেও ফিফার সেরা একাদশে জায়গা পাননি ইমিলিয়ানো মার্তিনেজ । 

সেরা একাদশে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল থেকে লিওনেল মেসি ছাড়া কেউ জায়গা পাননি। রানার্স আপ ফ্রান্স থেকে ২ জন, তাছাড়া রিয়াল মাদ্রিদ ও পিএসজি থেকে আছেন তিনজন করে ।


ফিফার বর্ষসেরা একাদশ 

গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)

ডিফেন্ডার: জোয়াও কান্সেলো (ম্যানচেস্টার সিটি/ বায়ার্ন মিউনিখ, পর্তুগাল)

ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)

 আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ/ ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রাজিল)

কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), লুকা মাদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া)

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)

আর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ ম্যানসিটি, নরওয়ে), 

কিলিয়ান এমবাপ্পে (পিএসজি, ফ্রান্স)

 লিওনেল মেসি (পিএসজি, আর্জেন্টিনা)।

Post a Comment

নবীনতর পূর্বতন