Commonwealth Games 2022: বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২২

 আরম্ভ হয়ে গেছে ২২ তম কমনওয়েলথ গেমস ২০২২ । এবারের কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামে শহরে ।‌ এই নিয়ে তৃতীয় বার কমনওয়েলথ গেমস পরিচালনা করছে ইংল্যান্ড, ১৯৩৪ সালে লন্ডনে ও ২০০২ সালে ম্যানচেস্টারে এবং ২০২২ সালে বার্মিংহামে অর্থাৎ এবারের কমনওয়েলথ গেমস। ১৯৩৪ সালে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় কমন ওয়েলস গেমস এবং ইংল্যান্ডের প্রথম কমন্ওয়েথ গেমস এ ভারত প্রথমবার অংশগ্রহণ করে। 


১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে প্রথমবার কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল  এবং সর্বশেষ কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ডকোষ্টে । 



বিশ্বকাপ, অলিম্পিকের মতো কমনওয়েলথ গেমস ও চার বছর অন্তর অন্তর হয় । কমনওয়েলথ গেমস এর নীতিবাক্য হল গেমস ফর এভরিওয়ান ( Games For Everyone ) । 


কমনওয়েলথ গেমসে মোট কুড়ি রকমের খেলা হয় । বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মোট ৭২ টি দেশ অংশগ্রহণ করেছে এবং খেলোয়াড়ের সংখ্যা হল ৫০৫৪ জন । তার মধ্যে ২১১ সদস্যের একটি দল ভারতের প্রতিনিধিত্ব করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হল মনপ্রীত সিং এবং পি ভি সিন্ধু । 

Source : Time Of India 

অনাহত সিং (১৪) হলেন ভারতের সর্বকনিষ্ঠ প্রতিনিধি এবং লন বোলার সুনীল বাহাদুর (৪৫) হলেন সর্ব জ্যেষ্ঠ প্রতিনিধি ।


কমনওয়েলথ গেমস ২০২২ আরম্ভ হয়েছে ২৮ জুলাই ২০২২ এবং শেষ হবে ৮ আগস্ট ২০২২ । 


উদ্বোধন :- কমনওয়েলথ গেমস ২০২২ উদ্বোধন হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহাম শহরের আলেকজান্ডার স্টেডিয়াম। উদ্বোধনের সময় ছিল ভারতীয় সময় অনুসারে রাত ১১.৩০ মিনিট । কমনওয়েলথ গেমস ২০২২ উদ্বোধন করেন ওয়েলস এর রাজকুমার চার্লস ফিলিপ ।

Charles Filip ( Prince Of Wales ) 

কমনওয়েলথ গেমস এ ভারতের ইভেন্ট :

ব্যাডমিন্টন, রেসলিং, মহিলা রেসলিং, সুইমিং, টেবল টেনিস, মহিলা ক্রিকেট, পুরুষ হকি,  মহিলা হকি, পুরুষ বক্সিং, মহিলা বক্সিং, স্কোয়াশ, ওয়েট লেকটিং, সাইকেলিং, থ্রিথলোন, জিমনাস্টিক, লন বলস, জুডো, অ্যাথলেটিকস, লং জাম্প, ম্যারাথন দৌড়, ট্রিপল জাম্প, জ্যাভলিন থ্রো, ১০ কিলোমিটার রেস ওয়াক, হাই জাম্প, রিলে দৌড়, শর্ট ফুট, ডিসকাস থ্রো, হামার থ্রো ইত্যাদি ‌।




Post a Comment

নবীনতর পূর্বতন