বার্মিংহামে ভারত টপকাতে পারলো না গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের সাফল্য ।

 একের পর এক সাফল্য । সমাপ্তি ঘটল কমনওয়েলথ গেমসের   । আর ভারতীয় খেলোয়াড়রা দুর্দান্ত খেলে গেচ্ছেন । উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বল জ্বল করছে ভারতীয় খেলোয়াড়রা ।


 বক্সিং, ভারাত্তোন, জুডো সহ একাধিক খেলায় পদক জিতেছে ভারতীয় খেলোয়াড়রা । প্রতিযোগিতার  শেষে পদক তালিকায়  চতুর্থ স্থানে শেষ করল ভারত। তবে বার্মিংহামে পদকের সংখ্যা টপকাতে পারলো না ২০১৮ সালের  গোল্ড কোষ্টের কমনওয়েলথ গেমসের সাফল্য । ২০১৮ র কমনওয়েলথ গেমসে পদক তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারত ।  রবিবার একাধিক পদক জিতেছে ভারতীয় খেলোয়াড়রা । এবার কমনওয়েলথ গেমসে সব মিলিয়ে ভারতের ঝুলিতে এসেছে ৬১ টি পদক । তার মধ্যে ২২ টি সোনা, ১৫ টি রূপো এবং ২৩ টি ব্রোঞ্জ । শেষ দিনে চারটি সোনা জিতেছে ভারত । তিনটি ব্যাডমিন্টনে , একটি টেবিল টেনিসে । অন্যবারের মতো এবারেও ব্রোঞ্জ এর সংখ্যা বেশি । ২০১৮ সালের গোল্ড কোষ্ট গেমসে শুটিং থেকে ১৬ টি পদক জিতেছিল ভারত । এবার কমনওয়েলথ গেমসে শুটিং ছিল না । তাও মোটামুটি পদকের সংখ্যা বজায় রেখেছে ভারত ।


ভারতের আগে অবস্থান করছে আর ও তিনটি দেশ । সর্বাধিক ১৭৮ টি পদক নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া , ১৭৬ টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং ৯২ টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কানাডা। 


খেলার জগতে কৌলিন্যের বিচারে কমনওয়েলথ গেমস এর স্থান অলিম্পিক এবং এশিয়ান গেমসের পর । আমেরিকা,  চীন,‌ রাশিয়া, ফ্রান্স, জাপান ও জার্মানি মত প্রথম সারির দেশ গুলি কমনওয়েলথ গেমসে অংশ নেয় না । বিশ্বের প্রথম সারির অনেক  খেলোয়াড় ও অংশ গ্রহণ করেন না । কমনওয়েলথ গেমসের গুরুত্ব কম তবুও চার বছর অন্তর  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । অস্ট্রেলিয়া,  ইংল্যান্ড,‌ কানাডা মতো শক্তিশালী দেশগুলো  এই খেলায় অংশগ্রহণ করে। 


কমনওয়েলথ গেমসে শুটিং‌, তিরন্দাজির ইভেন্ট থাকলে পদক তালিকায় আরও উপরে উঠে আসার সুযোগ থাকতো ভারতের ।  কমনওয়েলথ গেমসে ভারত এই দুই খেলাতেই অন্যতম শক্তিশালী । বিশেষ করে শুটিংয়ে । ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে শুটিং ১৬ টি পদক জিতেছিল ভারত । তার মধ্যে সাতটি সোনা , চারটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ । চোটের জন্য বার্মিংহাম যেতে পারেননি জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপরা । 


প্রতি বছরই খেলার বিভিন্ন ইভেন্টে পারফরম্যান্সের উন্নতি হচ্ছে । তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড । সেই হিসাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয়দের পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো । এবং পরিশ্রম ছিল যথেষ্ট ভালো । নতুন খেলা  থেকে চারটি পদক এনেছে ভারত ।

Post a Comment

নবীনতর পূর্বতন