কমনওয়েলথ গেমস ২০২২ ভারতের পদক তালিকা । কমনওয়েলথ গেমসে এবার ভারতের ঝুলিতে সবমিলিয়ে ৬১ টি পদক । তার মধ্যে ২২ টি সোনা, ১৫ টি রুপো ও ২৩ টি ব্রোঞ্জ । এবার ভারত পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে । অনেকে আমরা জানি ভারত ৬১ টি জিতেছে । কিন্তু কে সোনা জিতেছে , কে রুপো জিতেছে কে ই বা ব্রোঞ্জ পদক জিতেছে তা অনেকেরই জানা নেই । চলুন তবে আজকে আমরা জেনে নিই কে কোন খেলা তে কি পদক জিতেছে ?

🔹সোনা (২২ টি) :-
১. পি ভি সিন্ধু ( মহিলা ব্যাডমিন্টন সিঙ্গেল ),
২. লক্ষ্য সেন ( পুরুষ ব্যাডমিন্টন সিঙ্গেল ),
৩. নিখাত জারিন ( মহিলা বক্সিং, লাইট ফ্লাইওয়েট ),
৪. ভিনেশ ফোগাট ( মহিলা কুস্তি , ৫৩ কেজি লাইট ফ্লাইওয়েট),
৫. রবি কুমার দাহিয়া ( পুরুষ কুস্তি, ৫৭ কেজি ফ্রি স্টাইল),
৬. নবীন ( পুরুষ রেসলিং, ৭৪ কেজি ফ্রি স্টাইল ),
৭. শরৎ কোমল ( পুরুষ টেবিল টেনিস সিঙ্গেল ),
৮. নিতু গাংঘাস ( বক্সিং, সর্বনিম্ন ওজন ),
৯. অমিত পাঙ্গল ( বক্সিং ফ্লাইওয়েট ),
১০. বজরং পুনিয়া ( পুরুষ কুস্তি, ৬৫ কেজি ফ্রিস্টাইল ),
১১. সাক্ষী মালিক ( মহিলা কুস্তি, ৬২ কেজি ফ্রিস্টাইল ),
১২. দীপক পুনিয়া ( পুরুষ কুস্তি, ৮৬ কেজি ফ্রিস্টাইল ),
১৩. মীরাবাঈ চানু ( ওয়েট লিফটিং, ৪৯ কেজি ),
১৪. জেরেমি লালরিনুঙ্গা ( পুরুষ ওয়েট লিফটিং, ৬৭ কেজি ),
১৫. অচিন্ত্য শিউলি ( পুরুষ ওয়েট লিফটিং, ৭৩ কেজি ),
১৬. লাভলি চৌবে, পিঙ্কি নয়নমনি সাইকিয়া, রুপা রানী তিরকি ( লন বল, মহিলা বিভাগ ),
১৭. শরৎ কোমল, জি সাথিয়ান, হরমিত দেশাই, সানিল শেঠি ( টেবিল টেনিস, পুরুষ দল ),
১৮. সুধীর ( প্যারা পাওয়ার লিফটিং, পুরুষদের হেভিওয়ে ),
১৯. ভাবিনা প্যাটেল ( মহিলাদের সিঙ্গেল ক্লাসেস ৩-৫ ),
২০. এলডহোস পল ( পুরুষদের ট্রিপল জাম্প ),
২১. শরৎ কমল , শ্রীজা আকুলা ( টেবিল টেনিস মিক্সড ডাবলসৎ),
২২. সাত্ত্বিক সাইরাজ রান্কি রেড্ডি, চিরাগ শেঠি ( ব্যাডমিন্টন, পুরুষদের ডাবলস )।
🔹 রুপো (১৬ টি ):-
১. ভারতের পুরুষ হকি দল ,
২. ভারতের মহিলা ক্রিকেট দল,
৩. আংশু মালিক ( মহিলা কুস্তি, ফ্রিস্টাইল ৫৭ কেজি ),
৪. মুরালি শ্রীশঙ্কর ( পুরুষ লং জাম্প),
৫. কিদাম্বি শ্রীকান্ত, সাত্ত্বিক সাইরাজ, সুমিত রেড্ডি, লক্ষ্য সেন, চিরাগ শেট্টি, ট্রিসা জলি, আকাশী কাশ্যপ, অশ্বিনী পোনাপ্পা, গায়ত্রী গোপীচাঁদ, পি ভি সিন্ধু ( মিক্সড ব্যাডমিন্টন, টিম ইভেন্ট),
৬. বিকাশ ঠাকুর ( ওয়েট লিফটিং, ৯৬ কেজি ),
৭. শরথ কমাল, জি সাথিয়ান ( টেবিল টেনিস মিক্সড ডাবলস ),
৮. সুশীলা দেবী লিকমাবাম ( মহিলা জুডো, ৪৮ কেজি ),
৯. বিন্দ্যারানী দেবী ( ওয়েট লিফটিং, ৫৫ কেজি ),
১০. তুলিকা মান ( জুডো, ৭৮ কেজি ),
১১. সংকেত সরগর ( ওয়েট লিফটিং, ৫৫ কেজি ),
১২. অবিনাশ সাবলে ( পুরুষদের ৩০০০ মিটার ট্রিপল চেজ ),
১৩. প্রিয়াঙ্কা গোস্বামী ( ১০ কিমি রেস ওয়াক ),
১৪. দীনেশ কুমার, চন্দন কুমার সিং, সুনীল বাহাদুর সিং, নবনীত সিং ( লন বল পুরুষদের টিম ইভেন্ট),
১৫. আব্দুল্লাহ আবুবকর ( পুরুষ ট্রিপল জাম্প ),
১৬. সাগর আহলাওয়াত ( বক্সিং, সুপার হেবিওয়েট )।
🔹 ব্রোঞ্জ (২৩ টি ):-
১. গুরুরাজা পূজারি (ওয়েট লিফটিং, ৬১ কেজি),
২. বিজয় কুমার যাদব (জুডো, ৬০ কেজি),
৩. হরজিন্দর কাউর (ওয়েট লিফটিং, ৭১ কেজি),
৪. লাভপ্রীত সিং (ওয়েট লিফটিং, ১০৯ কেজি),
৫. সৌরভ ঘোষাল (স্কোয়াশ, সিঙ্গলস),
৬. গুরদীপ সিং ( ওয়েট লিফটিং, ১০৯ কেজি),
৭. তেজস্বিন শঙ্কর (হাই জাম্প),
৮. দিব্যা কাকরন (কুস্তি, ৬৮ কেজি),
৯. মোহিত গ্রেওয়াল (কুস্তি, ১২৫ কেজি),
১০. জেসমিন (বক্সিং, লাইট ওয়েট ৬০ কেজি),
১১. পূজা গেহলট (রেসলিং, ফ্রিস্টাইল ৫৭ কেজি),
১২. পূজা সিহাগ (রেসলিং, ফ্রিস্টাইল ৭৬ কেজি),
১৩. হুসামুদ্দিন (বক্সিং, ফেদারওয়েট),
১৪. দীপক নেহরা (কুস্তি, ফ্রিস্টাইল ৯৭ কেজি),
১৫. সোনালবেন প্যাটেল (প্যারা টেবিল টেনিস, সিঙ্গলস ক্লাস ৩-৫),
১৬. রোহিত টোকাস (বক্সিং, ওয়েল্টারওয়েট ৬৭ কেজি),
১৭. ভারতীয় মহিলা হকি দল,
১৮. সন্দীপ কুমার (দশ হাজার মিটার রেস ওয়াক),
১৯. আন্নু রানী (জ্যাভলিন থ্রো),
২০. সৌরভ ঘোষাল এবং দীপিকা পালিক্কাল (স্কোয়াশ মিক্সড ডাবলস),
২১. কিদাম্বি শ্রীকান্ত (ব্যাডমিন্টন ),
২২. গায়ত্রী গোপীচাঁদ, বৃক্ষ জলি (ব্যাডমিন্টন, মহিলা ডাবলস),
২৩. জি. সাথিয়ান (টেবিল টেনিস ) ।
একটি মন্তব্য পোস্ট করুন