কে হবেন ফিফার বর্ষসেরা ফুটবলার, কোচ এবং গোলকিপার ?
Source: Fifa (Instagram)

কে হবেন ২০২২ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার ? এই প্রশ্ন অনেকের মনে ঘোরাঘুরি করছে । এবার অপেক্ষার অবসান হতে চলেছে । আমরা সবাই জানি যে ফিফা ঘোষণা করেছে ফিফা দ্যা বেস্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ২৭শে এ ফেব্রুয়ারি ভারতীয় সময় অনুসারে ২৮ এ ফেব্রুয়ারি রাত ১টা থেকে । অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে প্যারিসে । এই অনুষ্ঠান আমরা দেখতে পেপার অফিশিয়াল ওয়েবসাইট ফিফা প্লাসে সম্পূর্ণ ফ্রিতে।
ফিফার বর্ষসেরার সময় সীমা হল পুরুষ বিভাগে ০৮ ই আগস্ট ২০২১ থেকে ১৮ ই ডিসেম্বর ২০২২ পর্যন্ত এবং মহিলা বিভাগে ০৭ ই আগস্ট ২০২১ থেকে ৩১ শে জুলাই ২০২২ পর্যন্ত।
![]() |
Source: ( Instagram) |
কয়েক সপ্তাহ আগে ফিফা ১৪ টি সেরা ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছিলেন । সেই তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম না থাকায় অনেকে অবাক হয়েছিলেন ।
এক নজরে সেরা ১৪টি ফুটবলারের নাম : হুলিয়ান আলভারেজ, জুডে বেলিংহাম, করিম বেঞ্জামা, কেবিন ব্রুইনা, আর্লিং হাল্যান্ড, আশরাফ হাকিমি, রবার্ট লেভান্ডোভস্কি, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লুকা মদ্রিচ, নেইমার, মহম্মদ সালাহ ও ভিনিয়াস জুনিয়র ।
![]() |
Source : Fifa (Instagram) |
এই তালিকা থেকে ফিফার বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত হয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জাম।
এক আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সিস আগুইলার কাজ থেকে জানা যাচ্ছে যে বিশ্বকাপ জয়ী মেসি এবার এই পুরস্কার স্পর্শ করবেন । তাছাড়া বেশি সম্ভাবনা রয়েছে মেসি এবার এই পুরস্কার জিতবেন কারণ আমরা সবাই জানি কত বছর বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ছত্রিশ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা । ২০২২ বিশ্বকাপে সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে সোনার বলও জিতেছেন লিওনেল মেসি। মেসির হাতে যদি ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি ওঠে তাহলে ২০১৯ সালের পর দ্বিতীয় বারের জন্য এই কপি পাবেন লিওনেল মেসি ।
এছাড়া বর্ষসেরা গোলকিপারের জন্য মনোনীত হয়েছেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো, বেলজিয়ামের গোলকিপার থিমু কুয়ের্তো এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো ও মার্টিনেজ ।
![]() |
Source: Fifa (Instagram) |
বর্ষসেরা কোচের জন্য মনোনীত হয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানসেলোত্তি, ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওয়ালা এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
![]() |
Source: Fifa (Instagram) |
এর সঙ্গে আরও প্রকাশ করা হয়েছে মহিলা বিভাগের সেরা ফুটবলার, সেরা গোলকিপার ও সেরা কোচের মনোনীত নাম ।
মনোনীত বর্ষসেরা নারী ফুটবলার: বেথ মিড (আর্সেনাল), অ্যালেক্স মরগান (সান দিয়েগো ওয়েভ) এবং অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)।
![]() |
Source: Fifa(Instagram) |
ফিফা ০৯ টি বিভাগে বর্ষসেরার পুরস্কার দিচ্ছেন :
০১) ফিফার বর্ষসেরা ফুটবলার (পুরুষ বিভাগ),
০২) ফিফার বর্ষসেরা ফুটবলার (মহিলা বিভাগ),
০৩) ফিফার বর্ষসেরা কোচ (পুরুষ বিভাগ),
০৪) ফিফার বর্ষসেরা কোচ (মহিলা বিভাগ),
০৫) ফিফার বর্ষসেরা গোলকিপার (পুরুষ বিভাগ),
০৬) ফিফার বর্ষসেরা গোলকিপার (মহিলা বিভাগ),
০৭) ফিফার বর্ষসেরা গোল পুরস্কার,
০৮) ফিফার বর্ষসেরা ফ্যান পুরস্কার,
০৯) ফিপার ফেয়ার প্লে পুরস্কার ।
বর্ষসেরা নারী গোলরক্ষক: অ্যান-ক্যাটরিন বার্গার (চেলসি), মেরি ইয়াপস (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান এন্ডলার (লিঁও)।![]() |
Source: Fifa ( Instagram) |
বর্ষসেরা নারী কোচ: সোনিয়া বোম্পাস্টর (লিঁও), পিয়া সুন্ধাগে (ব্রাজিল), সারিনা উইগম্যান (ইংল্যান্ড)।
বর্ষসেরা গোল: রিচার্লিসন (সার্বিয়ার বিপক্ষে), মার্সিন ওলেক্সি (স্তাল রেজেসওর বিপক্ষে), দিমিত্রি পায়েত (পাওক থেসালোনিকির বিপক্ষে)।
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড
আবদুল্লাহ আলসুলমি: জন্মভূমি জেদ্দা থেকে পায়ে হেঁটে দোহায় গেছেন এই ভক্ত। ১১৬০ কিলোমিটারের পথ পাড়ি দেয়ার সময় তিনি পেরিয়েছেন মরুভূমিও।
আর্জেন্টাইন ভক্তরা: অস্বাভাবিক শোরগোল ও প্রাণবন্ত সমর্থনের মাধ্যমে কাতারে দলকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া আর্জেন্টিনা ভক্তরা।
জাপানি ভক্তরা: মাঠ ও হোটেলরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিখ্যাত জাপানি ভক্তরা এবারও মনোনয়ন পেয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন