IPL 2023 : আই পি এলের পুরস্কার দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, Prize Money In IPL 2023.
![]() |
Source: IPL (Instagram) |
সদ্য সমাপ্ত হয়েছে আই পি এল( IPL 2023 ) এর ১৬ তম টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৯ ই মে। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে( Narendra Modi Stadium) । ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল ২৮ ই মে, কিন্তু সেদিন বৃষ্টি হবার জন্য ম্যাচটি পিছিয়ে পড়ে রিজার্ভ তারিখে অর্থাৎ ফাইনাল ম্যাচটি শুরু হয় ২৯ মে ০৭ টা ৩০ মিনিটে। সেখানে ও থেমে নেয় সাড়ে তিন ঘণ্টার ম্যাচ গড়ায় তিন দিনে। ফাইনালে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস( Gujarat Titans) এবং চেন্নাই সুপার কিংস( Chennai Super kings) । সোমবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেই চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । গুজরাটের দুর্দান্ত চালিয়ে যাচ্ছিলেন শুভমান গিল। কিন্তু দুর্দান্ত রথ থামিয়ে দিলেন ধোনির সেই বিখ্যাত স্ট্যাম্পিং আউট দিয়ে । গুজরাট টাইটান্স চার উইকেট হারিয়ে ২০ ওভারে ২১৪ রান করে ২১৫ টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস কে। দ্বিতীয় হাফে চেন্নাই সুপার কিংস যখন ৩ বলে ৪ রান করে ঠিক তখনই বৃষ্টি নামতে শুরু করে। পরে ম্যাচ শুরু হয় পরের দিন অর্থাৎ মঙ্গলবার ৩০ শে মে। পরে ডাকওয়ার্থ ( Duckworth Lewis ) নিয়মে চেন্নাইয়ের টার্গেট দাঁড়ায় ১৫ ওভারে ১৭০ রান । পরে মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাট করতে নামেন তখন অনেকেই আশা করেছিল যে ধোনি ম্যাচটা জিতিয়ে দেবে কিন্তু ধোনি প্রথম বলেই ক্যাচ আউট হয়ে যান। পরে আম্বাতি রাইডু ( Ambati Raydu ) আউট হওয়ার পর মাঠে নামেন রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja) । শেষ ওভারে শেষ দুই বলে চেন্নাইয়ের এর দরকার ছিল দুই বলে দশ রান কিন্তু রবীন্দ্র জাদেজা প্রথম বলেই ছক্কা দ্বিতীয় বলে চার মেরে
![]() |
Source: IPL (Instagram) |
ফাইনালে গুজরাট টাইটান্স কে ৫ উইকেটে হারিয়ে পঞ্চবারের মতো আই পি এল চ্যাম্পিয়ন হয় ধোনির চেন্নাই সুপার কিংস। এবারে আইপিএলে ৭০ টি লিগ ম্যাচ সহ ৪ টি প্লে-অফ হয়েছে।
ফাইনাল ম্যাচ টি ছিল দেখার মতো। দুই দলের চেষ্টা ছিল অপরিসীম। কি ছিল না এই মরশুমে? মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আবেগের বিস্ফোরণ , একটা দলের পরপর দুই বার ফাইনালে ওঠা, যশস্বী জসওয়ালের( Yashasvi Jaiswal)মতো প্রতিভার বিচ্ছুরণ, রিঙ্কু সিং( Rinku Sing) এর ছয় ছক্কার বিনোদন, সাঁই সুদর্শন( Sai Sudarshan), তিলক ভার্মা( Tilak Varma), মাথিশা পাথিরানার(Matisha Pathirana) মতো তরুণ দের উষ্থান এবং দেশকে শুভমন গিলের মতো সুপার স্টার কে উপহার হিসেবে দেওয়া । অবশেষে আই পি এল ২০২৩ এর খেতাব উঠলো চেন্নাই সুপার কিংস এর হাতে। ম্যাচ জেতার পর ধোনি মাঠে এসে জাদেজা কে জরিয়ে ধরে উপরে তুলে নেয়। সেই সময় ধোনিকে খুব ভাবুক দেখাচ্ছিল। এছাড়া ও ট্রফি নেবার সময় ধোনিকে যখন মঞ্চের উপর ডাকা হয় তখনও ধোনির আরও একবার উদারমনতার পরিচয় পাওয়া যায়। ক্যাপ্টেনকূল ধোনি নিজে তো গেলেন সঙ্গে নিয়ে গেলেন জাদেজা ও আম্বাতি রাইডুকে। পরে ধোনি বি সি সি আই ( BCCI ) প্রেসিডেন্টকে আবেদন করেন ট্রফি যেন এনাদের দুজনের হাতে তুলে দেওয়া হয় ।এই কাজের জন্য গোটা দেশের মানুষ মহেন্দ্র সিং ধোনির খুব প্রশংসা করেন। সাংবাদিক কে দেওয়া সাক্ষাৎকারে রবীন্দ্র জাদেজা ও বলেন এবারের আই পি এল টা তারা ধোনি কে উপহার দেওয়ার জন্য জিতেছে । তাছাড়া ট্রফি নিয়ে ধোনি ট্রফিটা দলের হাতে তুলে দিয়ে নিজে পেছনে কোনো এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ এটাই আমাদের ধোনি সর্বকালের সেরা ক্যাপ্টেন ।
এবারে পুরস্কার দেওয়ার দিক থেকে পিছিয়ে নেই আই পি এল । শোনা যাচ্ছে এবারে বিসিসিআই কে পিছনে ফেলেছেন আইপিএল । তবে চলো আজকে আমরা জেনে নিই আইপিএল ২০২৩ এ কে কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এবং এর সঙ্গে আরও জানব অরেঞ্জ ক্যাপ( Orange Cup) ও পার্পেল ক্যাপ( Purple Cup) কাদের দখলে ।
🔷 প্রথমেই দেখে নেব ফাইনালের ব্যক্তিগত পুরস্কার এবং প্রাপকের নাম।
🔅 ফাইনালের সেরা ক্রিকেটার : ডেভন কনওয়ে ( Devon Conway), পাঁচ লক্ষ টাকা ও ট্রফি( CSK)।
🔅 মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্যা ফাইনাল : সাই সুদর্শন (Sai Sudarshan), এক লক্ষ টাকা ও ট্রফি(GT)।
🔅 ফাইনালের সেরা ক্যাচ : মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni ),১ লক্ষ টাকা ও ট্রফি(CSK)।
🔅 ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্যা ফাইনাল : অজিঙ্কা রাহানে ( Ajinkya Rahane ), এক লক্ষ টাকা ও ট্রফি(CSK)।
🔅 ফাইনালের দীর্ঘতম ছক্কা : সাই সুদর্শন( Sai Sudarshan) এক লক্ষ টাকা ও ট্রফি(GT),
🔅 গেম চেঞ্জার অফ দ্যা ফাইনাল : সাই সুদর্শন (Sai Sudarshan), এক লক্ষ টাকা ও ট্রফি(GT),
🔅 ফাইনালে সব থেকে বেশি চার : সাই সুদর্শন ( Sai Sudarshan) এক লক্ষ টাকা ও ট্রফি (GT),
🔷 আই পি এল ২০২৩ এর গোটা মরশুমে দলগত ও ব্যাক্তিগত ভাবে সেরাদের পুরস্কার ও প্রাপকের নাম
🔅 চ্যাম্পিয়ন : চেন্নাই সুপার কিংস( Chennai Super kings )। আইপিএল ২০২৩ এ চেন্নাই সুপার কিংস পেয়েছেন ২০ কোটি টাকা এবং ট্রফি।
🔅 রানার্স : গুজরাট টাইটানস( Gujarat Titans) । আইপিএল ২০২৩ এ রানার্স গুজরাট টাইটানস পেয়েছেন ১২.৫ কোটি টাকা ও ট্রফি।
🔅 তৃতীয় স্থান :- তৃতীয় স্থান দখল করেছে মুম্বাই ইন্ডিয়ানস Mumbai Indians)। মুম্বাই ইন্ডিয়ানস পেয়েছে ০৭ কোটি টাকা ও ট্রফি ।
🔅 চতুর্থ স্থান :- চতুর্থ স্থান দখল করেছে লখনৌ সুপার জাইন্ট( Lucknow Super Gaint) । পুরষ্কার হিসেবে তারা পাচ্ছে ৬.৫০ কোটি টাকা ও ট্রফি ।
🔅 ব্যক্তিগত পুরস্কার :-
🔹 পার্পেল ক্যাপ ( বেগুনি টুপি ) : মহম্মদ শামি( Mohmmad Shami) ,২৮ টি উইকেট,
◽পুরষ্কার: ১০ লক্ষ টাকা ও স্মারক টুপি( GT)।
🔹 অরেঞ্জ ক্যাপ ( কমলা টুপি ) : শুভমান গিল(Subhmal Gil) ,৮৯০ রান
◽ পুরস্কার : ১০ লক্ষ টাকা ওস্মারক টুপি(GT)।
🔹 টুর্নামেন্টে সর্বোচ্চ চার : শুভমান গিল( Subhman Gil), ৮৪ টি চার,
◽ পুরষ্কার :১০ লক্ষ টাকা ও ট্রফি(GT) ।
🔹গেম চেঞ্জার অফ দ্যা সিজন :- শুভমান গিল( Subhman Gil),
◽ পুরষ্কার: ১০ লক্ষ টাকা ও ট্রফি( GT)।
🔹 ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্যা সিজন: গ্লেন ম্যাক্সওয়েল( Glen Maxwell),
◽ পুরষ্কার: ১০ লক্ষ টাকা ও ট্রফি(CSK) ।
🔹 টুর্নামেন্টের দীর্ঘতম ছক্কা : ফ্যাফ ডু প্লেসিস ( Faf Du Plessis),
◽ পুরস্কার : ১০ লক্ষ টাকা ও ট্রফি( RCB) ।
🔹 টুর্নামেন্টের সেরা ক্রিকেটার : শুভমান গিল( Subhma Gil ),
◽পুরস্কার : ১০ লক্ষ টাকা ও ট্রফি( GT)।
🔹 টুর্নামেন্টের সেরা ক্যাচ : রশিদ খান( Rashid Khan),
◽ পুরস্কার : ১০ লক্ষ টাকা ও ট্রফি( GT)।
🔹 ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : দিল্লী ক্যাপিটালস( Delhi Capitals),
🔹 টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার : যশস্বী জসওয়াল( Yashasvi Jaiswal),
◽ পুরস্কার :১০ লক্ষ টাকা ও ট্রফি( CSK) ।
🔅 স্টেডিয়াম পুরস্কার : সেরা পিচ ও মাঠের পুরস্কার জিতেছেন ইডেন গার্ডেন( Eden Gardens) ও ওয়াংখেড়ে( Wankhede Stadium) স্টেডিয়াম,
◽ পুরস্কার : ৫০ লক্ষ টাকা ও ট্রফি।
১৬ তম আই পি এল টি ছিল অন্য আই পি এল থেকে অন্য রকম। এবারের আই পি এল টি ছিল খুব জাকজমক। এবারে আইপিএল বোর্ড পুরস্কার হিসেবে মোট ৪৬.৫ কোটি টাকা ব্যয় করেছেন। যেটি অন্য মরশুম থেকে একদম অনেক বেশি ।
একটি মন্তব্য পোস্ট করুন