Fifa World Cup 2022 : অবশেষে মেসির হাতে উঠল বিশ্বকাপের ট্রফি , Messi Wins World Cup 2022 , Argentina Beats France On Penalties

অবশেষে মেসির হাতে উঠল বিশ্বকাপের ট্রফি, জিতলেন সোনার বলও, Argentina Beats France On Penalties 
Champion Arjentina 

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা এবং মেসির হাতে উঠলো বিশ্বকাপ চ্যাম্পিয়ন এর শিরোপা । রবিবার ১৮ই নভেম্বর দোহার আকর্ষণিক লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রৈকারে ৪-২ গোলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে গোল করেন লিওনেল মেসি, দিবালা, পারেদেজ এবং মন্টিয়েল। ফ্রান্সের হয়ে গোল করেন এমবাপে এবং কোলোমুয়ানি । এই ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল ম্যাচ বললে কোনো ভুল হবে না । ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা কিন্তু দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া গোলে ব্যবধান কমায় ফ্রান্স। ৯০ মিনিটের শেষে ম্যাচের ফলাফল হয় ২-২। পুনরায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-৩ । আর্জেন্টিনা দুবার এগিয়ে গিয়েও ম্যাচের ফলাফল ৩-৩ । শেষমেষ ম্যাচ গড়ায় টাইব্রেকারে । 

Arjentina Team With World Cup Trophy 

নির্ধারিত সময়ে আর্জেন্টিনার হয়ে জোরা গোল করে লিও মেসি এবং অন্য কোনটি করে গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া । ফ্রাঞ্চের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে । কিন্তু হ্যাটট্রিক করে ও কোন লাভ হলো না ট্রাজিক নায়ক এমবাপের । কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপের মোট গোল সংখ্যা হল ৮ টি এবং মেসির গোল সংখ্যা হল ৭টি । ২৩ বছরের এমবাপের দুর্দান্ত ম্যাচ খেলেছে। ফাইনাল ম্যাচে একাই ফ্রান্সকে টেনেছেন। এবং মেসির থেকেও একটি গোল বেশি করেছেন । কিন্তু শেষ হাসিটা হাসলে লিওনেল মেসি। পরপর দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া হলো না ফ্রান্সের । হয়ে সন্তুষ্ট থাকতে হলো রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নদের । ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতেছে একমাত্র ব্রাজিল। ২০০২ অর্থাৎ কুড়ি বছর পর লাতিন আমেরিকার কোন দল বিশ্বকাপ জিতল । 


আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৮৬ সালে ‌। টানা ৩৬ বছর পর মেসির হাত ধরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা । ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ মোট তিনবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন এর শিরোপা অর্জন করল আর্জেন্টিনা । মেসি আরো একবার প্রমাণ করে দিল আধুনিক ফুটবলের অন্যতম ফুটবলার । বিশ্বকাপ না জিতলে ফুটবল জীবন অপূর্ণ থাকত মেসির । অপেক্ষা বাড়লেও স্বপ্ন পূরণ হল ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির । 

শেষ ২০ বছরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের কোন ফুটবলার সোনার বল পাইনি এবার সেই ধারা বদল হল কাতার বিশ্বকাপে গোল্ডেন বল পেলেন মেসি । বিশ্বকাপের একমাত্র ফুটবলার হিসেবে দুইবার গোল্ডেন বল জিতলেন মেসি । তার সঙ্গে পেলেন ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার । ২০১৪ সালেও গোল্ডেন বল পুরস্কার পেয়েছিলেন মেসি । আর একটি গোল যদি মেসি করতে পারতেন তাহলে এবারেও গোল্ডেন বুটের পুরস্কারও তিনিই পেতেন । তবে সেরা ফুটবলার সোনার বল জিতে মাথা উঁচু করে বিশ্বকাপকে বিদায় লিওনেল মেসির । 



🔶 ব্যক্তিগত পুরস্কার: 

🔹 সোনার বুট :- কিলিয়ান এমবাপে ( গোল সংখ্যা ৮ টি )।

🔹 সোনার গ্লাভস :- ইমিলিয়ানো মার্টিনেজ । 

🔹 সোনার বল :- লিওনেল মেসি ।

🔹ইয়ং প্লেয়ার :- এনজো ফার্নান্ডেজ


🔅 চ্যাম্পিয়ন :- আর্জেন্টিনা 🇦🇷

🔅 রানার্স আপ :- ফ্রান্স 🇲🇫 


Post a Comment

নবীনতর পূর্বতন