World Cup 2022: কাতার বিশ্বকাপে সেমিফাইনালের প্রথম ম্যাচ - First Match Of Semifinal In Qatar World Cup 2022- Arjentina VS Crotia

 World Cup 2022: কাতার বিশ্বকাপে সেমিফাইনালের প্রথম ম্যাচ - First Match Of Semifinal In Qatar World Cup 2022- Arjentina VS Crotia 


Photo : Fifa Instagram Handle

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব, প্রি-কোয়ার্টার  এবং  কোয়ার্টার ফাইনাল ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং আজ থেকে শুরু হতে চলেছে সেমিফাইনালের দুটি ম্যাচ । সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স এবং মরক্কো । সেমিফাইনালের প্রথম ম্যাচ হবে আজ মাঝ রাতে এবং দ্বিতীয় ম্যাচ হবে পরের দিন মাঝরাতে । চলুন তাহলে দেখে নিই সেমিফাইনালের দুটি ম্যাচে কার সঙ্গে কবে, কখন এবং কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে । খেলার সময়সূচি গুলো সব ভারতীয় সময় (IST ) অনুসারে লেখা হয়েছে । 

১) সেমিফাইনালের প্রথম ম্যাচ :- সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া । কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে এবং আর্জেন্টিনার নেদারল্যান্ডস্কে হারিয়ে সেমিফাইনালে উঠেছে । গতবারের অর্থাৎ ২০১৮ সালে ফাইনালে ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল ফ্রান্সের সাথে । ম্যাচ হবে ১৪ই ডিসেম্বর মাঝরাত ১২ টা ৩০ মিনিট থেকে । খেলা হবে লুসাইল স্টেডিয়াম (Lusail Stadium ) । এখন অব্দি আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া মোট পাঁচটিটি ম্যাচে মুখোমুখি হয়েছে তার মধ্যে আর্জেন্টিনা জিতেছে দু'বার এবং ক্রোয়েশিয়া জিতেছে দুবার ও ড্র হয়েছে একবার। আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার সর্বশেষ ম্যাচে ক্রোয়েশিয়া আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে ।
Crotia Captain Luca Modric
Photo : Fifa Instagram Handle

আর্জেন্টিনাদের কাছে এটাই একমাত্র সুযোগ প্রতিশোধ নেওয়ার। দেখা যাক আর্জেন্টিনারা কতদূর নিজেদের কাজে লাগাতে পারে । আর্জেন্টিনার দুটি প্লেয়ার গঞ্জালো মন্টিয়েল এবং মার্কোস আকুনা এদের দুটি করে হলুদ কার্ড থাকার জন্য এই ম্যাচে সাসপেন্ড থাকছে । এদিক থেকে দেখতে গেলে আর্জেন্টিনা একটু হলেও ক্রোয়েশিয়া থেকে দুর্বল আছে। আজকে দেখা যাবে কে শেষ হাসি হাসছে আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা জিতলে ২০১৪ বিশ্বকাপের পর আবার ফাইনালে উঠবে আর ক্রোয়েশিয়া জিতলে পরপর দুবার বিশ্বকাপের ফাইনালে খেলবে । 

Post a Comment

নবীনতর পূর্বতন