Brazil VS Crotia: ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া - Crotia Beats Brazil .

 Brazil VS Crotia: ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া - Crotia Beats Brazil .

কাতার বিশ্বকাপ থেকে বিদায় ‌নিল ব্রাজিল। প্রথম কোয়াটার ফাইনালের ম্যাচে পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে হারালো ক্রোয়েশিয়া । এক গোলে এগিয়ে থাকলেও টাইব্রেকারে হারতে হল ব্রাজিলকে । টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল নেইমারদের আর টানা দ্বিতীয়বার মতো সেমিফাইনালে উঠল ক্রোয়েশিয়া । 

Source : Twitter (Fifa )

ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিটে ম্যাচের ফলাফল গোলশূন্য থাকার পর এক্সট্রা টাইমের হাফ টাইমে ঠিক আগে ১০৪ মিনিটে একটি গোল করে ব্রাজিল এগিয়ে দেন নেইমার । কিন্তু ব্রাজিলের সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি । সবার মনে হচ্ছিল ব্রাজিল ই সেমিফাইনালে উঠেছেন । কিন্তু সব হিসেব উল্টে দিয়ে ম্যাচের ১১৬ মিনিটে একটি দারুন গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ব্রুনো পেটকোভিচ । ১২০ মিনিটে ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১ ‌ 

গোল করার পর নেইমার

তারপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে । টাইব্রেকারে ব্রাজিলের প্রথম ও দ্বিতীয় শট সেভ করেন লিভাকোভিচ । টাইব্রেকারে একটি ও শট সেভ করতে পারেননি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন‌ বেকার । টাইব্রেকারের ফলাফল দাঁড়ায় ৪-২ । সেমিফাইনালে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে আর্জেন্টিনা নইলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে । একটি গোল পেয়েও দলকে জেতাতে পারলেন না নেইমার । 


ক্রোয়েশিয়ার জয়ের পেছনে সব থেকে বেশি অবদান রয়েছে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ আর এই ম্যাচে 'প্লেয়ার অফ দ্যা ম্যাচ , এর পুরস্কার টাও পেয়েছেন গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ । 

Source : Twitter ( Fifa )

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কাটাতে পারল না ২০ বছরের খরা । ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শেষ হলো তিতের। ফুটবল বিশ্বকাপের পরই যে দায়িত্ব ছেড়ে দেবেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি । ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবার পরই ব্রাজিলের দ্বায়িত্ব ছাড়ছেন বলে জানিয়ে দিলেন ব্রাজিলের কোচ তিতে।  

🔅দেখে নিই এক নজরে ব্রাজিলের কোয়ার্টারের কাঁটা :-

🔹২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ব্রাজিল হারে ০-১ গোলে । 

🔹২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হেরে যায় নেদারল্যান্ডসের কাছে ১-২ গোলে ।

🔹২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ১-২ গোলে হেরে যায় বেলজিয়ামের বিরুদ্ধে ।

🔹২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল টাইব্রেকারে হেরে গেল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে । 

Post a Comment

নবীনতর পূর্বতন