FIFA World Cup 2022 : ক্রোয়েশিয়াকে হারিয়ে চার বছরের প্রতিশোধ নিলো আর্জেন্টিনা - Argentina Beats Croatia

 FIFA World Cup 2022 : ক্রোয়েশিয়া হারিয়ে চার বছরের প্রতিশোধ নিলো আর্জেন্টিনা - Argentina Beats Croatia

৩৬ বছরের শিরোপা খরা কাটাতে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে পা রাখে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)। কিন্তু নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের (Soudi Arabia) বিপক্ষে হারে সেই মিশনে বড় ধাক্কা খায় আলবিসেলেস্তেরা (Albiseleste)। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা চার জয়ে তারা এখন সেমিফাইনালে। যেখানে প্রতিপক্ষ হিসেবে তাঁরা পেয়েছেন আগের আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়াকে (Croatia)। এবারই কিন্তু প্রথম নয় যে বিশ্বমঞ্চে দেশ দুটি একে অপরের মুখোমুখি হয়েছে, এর আগেও এ দু’দল মোকাবিলা করেছে। আগামী মঙ্গলবার ১৩ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ১২ টায় প্রথম সেমিফাইনালে লুসাইল স্টেডিয়ামে (Lusail Stadium Qatar) মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া (Argentina Vs Croatia)। 



লিওনেল মেসি বনাম লুকা মদ্রিচ

চলতি কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়া মাত্র একটা ম্যাচ ৯০ মিনিটের মধ্য়ে জিতে সেমিফাইনালে উঠেছে। নক আউটের দুটি ম্যাচেই লুকা মদ্রিচরা জিতেছেন টাইব্রেকারে। প্রি-কোয়ার্টারে জাপান, কোয়ার্টারে ব্রাজিল। দুটি নক আউট ম্যাচেই ১২০ মিনিট পর ম্যাচের ফল ১-১ হওয়ার পর টাইব্রেকারে ক্রোয়েশিয়ার জেতান গোলকিপার লিভাকোভিচ। অন্যদিকে, সৌদি আরবের কাছে হার দিয়ে কাতার বিশ্বকাপ শুরুর পর লিওনেল মেসিরা যেন খোঁচা খাওয়া বাঘ হয়ে গিয়েছেন। মেক্সিকো, পোল্যান্ডকে হারিয়ে নক আউটে ওঠার পর প্রি-কোয়ার্টারে অস্ট্রেলিয়া, আর শেষ আটে ডাচদের হারায় আর্জেন্তিনা। এবার ফাইনালে ওঠার লড়াই।



দেখে নিন দুই দলের ফুটবলারের তালিকা

আর্জেন্তিনা: ড্যামিয়ান মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, তাগলিয়াফিকো, ডি পল, পেরেদেস, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, মেসি, আলভারেজ।

বাকি সদস্যরা: আরমানি, ফয়থ, পেজেল্লা, ডি মারিয়া, রুলি, প্যালাসিওস, কোরিয়া, আলমাদা, রদ্রিগেজ, দিবালা, লাউতারো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ।

ক্রোয়েশিয়া: লিভাকোভিচ, জুরানোভিচ, লোভরেন, গভার্দিওল, সোসা, মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, প্যাসালিচ, ক্রামারিচ, পেরিসিচ।

সাব: স্ট্যানিসিচ, বারিসিচ, এরলিচ, মেজার, গ্রবিচ, ভ্লাসিচ, লিভাজা, পেটকোভিচ, বুদিমির, ওরসিচ, ভিদা, ইভুসিচ, সুতালো, সুসিচ, জ্যাকিচ।

রেফারি: ড্যানিয়েল ওরসাতো (ইতালি)


Post a Comment

নবীনতর পূর্বতন