Fifa World Cup 2022 : প্রথমার্ধে দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা - Argentina Leading With Two Goals.

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা - Argentina Leading With Two Goals

 

Lionel Messi After His First Goal In Final Match.

এই মুহূর্তে রমরমিয়ে এগিয়ে চলছে কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচ । সবাই জানি ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং ফ্রান্স । স্টেডিয়ামের কোনায় কোনায় দর্শকে ভরে উঠেছে । প্রথমার্ধে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে আছে । আর্জেন্টিনা হয়ে ২৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন লিওনেল মেসি এবং ৩৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া ।
Angel D'Maria After Second Goal In Final Match

কিন্তু কতক্ষণ আর্জেন্টিনা এই ফলাফলটাকে ধরে রাখতে পারে সেটাই দেখার । এর আগেও আমরা দেখেছি আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচে ড্র করতে হয়েছে ।ফ্রান্স ও খুব জোরে লেগে আছে ব্যাবধান কমানোর জন্য । এই মুহূর্তে ফ্রান্স একটা খেলোয়াড় বদল করে ফেলেছে । দ্বিতীয়াতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ফ্রান্স। সেটা দেখা যাবে  দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার পর ।

Post a Comment

নবীনতর পূর্বতন