World Cup 2022 : কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচী ও ৮ টি দেশের নাম - Eight Country In Quarter Final Of Qatar World Cup 2022

 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচী ও  ৮ টি দেশের নাম - Eight Country In Quarter Final Of Qatar World Cup 2022


Source: Fifa Instagram
খুব রমরমিয়ে এগিয়ে চলছে কাতার ফুটবল বিশ্বকাপ । বিশ্বকাপে হার জিত সবকিছু সব কিছু মিলিয়ে একটা রসালো অনুভূতি সৃষ্টি হয়েছে কাতার বিশ্বকাপে । ইতিমধ্যে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব ও শেষ ষোলোর ম্যাচ গুলো । আজকে আমরা জানবো কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ ৮ টি দেশের নাম । আরো জানবো কবে, কখন এবং কোন স্টেডিয়ামে কার সাথে কার খেলা হবে । ইতিমধ্যে বিশ্বের ভালো ভালো দল বিশ্বকাপ নকআউটে উঠতে পারেনি । তার মধ্যে জার্মানী, মেক্সিকো, উরুগুয়ে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে । আর স্পেন, সুইজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া , আমেরিকা, পোল্যান্ড শেষ ষোলো তে হেরে বিশ্বকাপ থেকে বাতিল পরেছে । ম্যাচগুলির সব সময় ভারতীয় সময় ( IST ) অনুসারে বলা হয়েছে ।

🔶 কোয়াটার ফাইনালে উত্তীর্ণ ৮টি দেশের নাম :-

🔅(১) ব্রাজিল( Brazil ) VS (২)ক্রোয়েশিয়া (Crotia) : ৯ ই ডিসেম্বর (শুক্রবার ) রাত ৮ টা ৩০ মিনিটে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে যে মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর ক্রোয়েশিয়া । শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের ব্যাবধানে হারিয়ে আর ক্রোয়েশিয়া জাপানকে ট্রাই বেকারে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে । ইতিমধ্যে তিনবার মুখোমুখি হয়েছে দুই দেশ । তার মধ্যে তিনবারই ম্যাচ জিতেছে ব্রাজিল । 

 🔶 স্টেডিয়াম : এডুকেশন সিটি স্টেডিয়াম ( Education City Stadium) । 

🔅(৩) নেদারল্যান্ডস (Netherlands) VS (৪) আর্জেন্টিনা (Argentina) : ১০ ই ডিসেম্বর ( শনিবার ) মাঝরাত ১২ টা ৩০ মিনিটে কোয়াটার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস । শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে আর নেদারল্যান্ডস আমেরিকাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ।‌ পাঁচ ম্যাচে মুখোমুখি দুই দল , দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে আর ড্র হয়েছে একটি ম্যাচ । 

🔶 স্টেডিয়াম : লুসাইল স্টেডিয়াম ( Lusail Stadium ) ।

🔅(৫) মরক্কো (Morocco) VS (৬) পর্তুগাল(Portugal) : মরক্কো এবং পর্তুগাল মুখোমুখি হচ্ছে ১০ই ডিসেম্বর (শনিবার) রাত ৮ টা ৩০ মিনিটে ।‌ শেষ ষোলোতে পর্তুগাল হারিয়েছে সুইজারল্যান্ডকে এবং মরক্কো হারিয়েছি স্পেনকে । এখন দুই ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দেশ তার মধ্যে একটি করে ম্যাচ জিতেছে দুই দেশ ।

🔶 স্টেডিয়াম : আল থুম্মা স্টেডিয়াম ( Al Thumama Stadium) ।

🔅(৭) ইংল্যান্ড (England) VS (৮) ফ্রান্স (France ): কোয়ার্টার ফাইনালে চতুর্থ ম্যাচের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্স । ম্যাচে হবে ১১ ই ডিসেম্বর ( রবিবার) মাঝরাত্রে ১২ টা ৩০ মিনিট থেকে । শেষ ষোলোতে  ইংল্যান্ড সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে আর ফ্রান্স পোলান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এখন অব্ধি ফ্রান্স আর ইংল্যান্ড চার ম্যাচে মুখোমুখি হয় তার মধ্যে ইংল্যান্ড জিতেছে তিনবার আর ফ্রান্স জিতেছে একবার। 

🔶 স্টেডিয়াম : আল বাইত স্টেডিয়াম( Al Bayt Stadium) ।

Post a Comment

নবীনতর পূর্বতন