কোয়াটার ফাইনালে আর্জেন্টিনা - Argentina In Quarter Final
কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা । গত রবিবার রাত ১২.৩০ মিনিটে আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার । সেই ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারায় ।
![]() |
Man Of The Match |
শুরুতেই অধিনায়ক মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা । মেসি ছাড়াও আর্জেন্টিনার হয়ে আর একটি গোল করেন জুলিয়ান আলভারেজ ।
অস্ট্রেলিয়ার করা গোলটি ও আর্জেন্টিনার দৌলতে পাওয়া । আর্জেন্টিনার হয়ে আত্মঘাতী গোল করেন এনজো ফার্নান্দেজ ।
ম্যাচটি অবশ্য সহজ হয়নি মেসিদের জন্য । যদিও লাউতারো মার্তিনেজ সবুজ কিছু সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরো বাড়তে পারতো । অস্ট্রেলিয়াও শেষ দিকে খুব জোর লাগিয়েছিল এবং কিছু সুযোগও তৈরি করেছিল । লিসেন্দ্রো মার্তিনেজ ও ইমিলিয়ানো মার্তিনেজের কল্যাণে সে যাত্রায় রক্ষা পায় আর্জেন্টিনা । ৭ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। তার মধ্যে আর্জেন্টিনা ৫টি ম্যাচে জিতেছে এবং অস্ট্রেলিয়া জিতেছে ১ টি ম্যাচ এবং ড্র হয়েছে একটি ম্যাচ ।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির এটি নবম গোল । এই গোলের সুবাদে মেসি কিংবদন্ত দিয়াগো ম্যারাডোনা ও গিলার্মো স্টাবিলকে ছড়িয়ে যান । তার সামনে এখন শুধু রয়েছেন গাব্রিয়েল বাতিস্ততা । বিশ্ব মঞ্চের ১০ টি গোল করেছেন এই সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রি-কোয়াটার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের ১০০০ তম ম্যাচ । মাঠে নামার আগে এই কথাটি জানতেন না মেসি । ম্যাচের পর মেসি বলেন, ' আমি ম্যাচের পরে জানতে পারি, এটি আমার হাজার তম ম্যাচ ছিল । আমি বর্তমানে থাকতে ভালবাসি ।
কোয়াটার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ড এর বিরুদ্ধে । প্রি-কোয়াটার ফাইনালে নেদারল্যান্ড আমেরিকা কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে । গোলের ব্যবধান ছিল ৩-১ । ম্যাচটি হবে ১০ ই ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে রাত ১২.৩০ মিনিট থেকে ।
একটি মন্তব্য পোস্ট করুন