Lionel Messi : আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়ার রাস্তা ।

 আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়ার রাস্তা । 

বিশ্বকাপ শুরু হতেই বিশ্বকাপ ইতিহাসে ঘটলো সর্ববৃহৎ অঘটন । পাঁচটি ম্যাচ  পর্যন্ত হলো না কিন্তু ঘটে গেল অঘটনের  সূত্রপাত । পূর্ণশক্তির দল  আর্জেন্টিনাকে হেরে গেল গ্রুপের সব থেকে সহজ প্রতিপক্ষ সৌদি আরব কাছে । ফুটবল ইতিহাসের সব থেকে বেশি ম্যাচ অপরাজিত থাকার জন্য আর্জেন্টিনার কাছে দরকার ছিল মাত্র আর একটি জয় । আর্জেন্টিনার টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এর অবসান ঘটলো আইকনিক লুসাইল স্টেডিয়ামে । 

Lionel Messi

বিশ্বকাপের শুরুতেই এমন অঘটন কেউ ভাবতে পারেনি আর্জেন্টিনার সমর্থকরা । সৌদি আরবের কাছে হেরে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা আর্জেন্টিনার জন্য আরো কঠিন হয়ে পরল । আদৌ কি তারা পরের রাউন্ডে যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে আর্জেন্টিনার সমর্থকরা ‌। 

মেসিদের পরের রাউডে যাওয়ার সম্ভাবনা কতটা সেটাই আমরা আজকে আলোচনা করব । 

১) আর্জেন্টিনা পরের রাউন্ডে যেতে হলে সবথেকে প্রথম পরের দুটি ম্যাচ জিততে হবে । রবিবার মেক্সিকো এবং বুধবার পোল্যান্ডকে হারাতে পারলে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা একটু হলেও সহজ হবে আর্জেন্টিনার জন্য । 

২) পরের দুটি ম্যাচ জিতে যাওয়ার পর সৌদি আরব যদি কোনও ম্যাচ না যেতে সেক্ষেত্রে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা আরো সহজ হবে। ।

৩) আর্জেন্টিনা যদি পরের ম্যাচে ড্র করে সেক্ষেত্রে পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতার ছাড়া কোন উপায় থাকছে না ।

৪) আর সবচেয়ে কঠিন হল আর্জেন্টিনা যদি মেক্সিকোর বিরুদ্ধে হেরে যায়  সে সেক্ষেত্রে পোল্যান্ডকে বিরাট ব্যবধানে হারাতে তো হবেই পাশাপাশি তাকে থাকতে হবে বাকি দলগুলোর দিকে । যদি গ্রুপের দুটি বা তিনটি দলের পয়েন্ট সমান হয় সে ক্ষেত্রে গোল পার্থক্য দেখা হবে । তাই পোল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে যেত খুবই গুরুত্বপূর্ণ । ৩ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাওয়া খুবই অসম্ভব কিন্তু এটা ফুটবল কিছুই উড়িয়ে দেওয়া যায় না । 

এবার বিশ্বকাপের অন্যতম হেভিওয়েট দল হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিল আর্জেন্টিনা । মেসি ও জানিয়ে দিয়েছিল এটাই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ । মেসির ভাগ্যে  বিশ্বকাপ আদৌও আছে কিনা, সেটাই এখন দেখার বাকি। 

Post a Comment

নবীনতর পূর্বতন