কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশ - Argentina squad in Qatar world cup 2022


কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশ - Argentina Squad In Qatar World Cup 2022 In Bengali.  

Lionel Messi


দীর্ঘ অপেক্ষার পর শুরু হল ফুটবল বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ হলো কাতার আর  এই প্রথমবার কোন মুসলিম দেশে আয়োজিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তার সঙ্গে কাতারও প্রথমবার এবং এশিয়ার প্রথম দল হিসেবে ফুটবল বিশ্বকাপে খেলছে । ২০ নভেম্বর কাতারের আল বাইত স্টেডিয়ামে ধুমধাম করে অনুষ্ঠিত হলো কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ । 


উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি। 
Source : Fifa Official Website

কাতার বিশ্বকাপে উন্মোধনার কোন খামতি নেই । মোর উদ্দেশ্যে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার জন্য সেখানকার সংস্কৃতি দেখার এক সুবর্ণ সুযোগ রয়েছে সবার জন্য । উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে যত দর্শক এসেছিলেন সবাইকে দেওয়া হয়েছে কাতার সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে  গিফট । উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করলেন হলিউড অভিনেতা মর্গান প্রিম্যান । 
Morgan freeman

উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য কানায় কানায় ভর্তি হয়েছিল অল বাইত স্টেডিয়াম।উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম করলেন কাতারি গায়ক ফাহাদ আল কুবাইসি ও বিটিএস তারকা জং কুক ।

Jung cook

উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত সাড়ে ১০ টা ( ভারতীয় সময় অনুসারে )অনুষ্ঠিত হলো উদ্বোধনী ম্যাচ । উদ্বোধনী ম্যাচ হয় কাতার এবং ইকুয়েডের মধ্যে । সেই ম্যাচে ইকুয়েডর ২-০ গোলে কাতারের বিরুদ্ধে জয় লাভ করে । 


আজ ২২ শে নভেম্বর গ্রুপ সি তে থাকা সবার প্রিয় দল আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে সৌদি আরবের । খেলা শুরু হবে ভারতীয় সময় অনুসারে সারে ৪ টে এবং  খেলা হবে কাতারের লুসাইল স্টেডিয়াম । 

Team Argentina

আর্জেন্টিনার প্রথম একাদশ: 

গোলকিপার:- ইমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্স:- ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস ট্যাগলিয়াফিকো,  নাহুয়েল মোলিনা,

মিডফিল্ডার:-রদ্রিগো দে পল , লিয়ান্দ্রো পারদেস, আলেয়ান্দ্রো গোমেজ 

ফরওয়ার্ড:- লিওনেল মেসি, ল্উটারো মার্টিনেজ, এঞ্জেল ডি মারিয়া 

কোচ:- লিওনেল স্কালোনি ।

অধিনায়ক:- লিওনেল মেসি 

Post a Comment

নবীনতর পূর্বতন