কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশ - Argentina Squad In Qatar World Cup 2022 In Bengali.
![]() |
Lionel Messi |
![]() |
Source : Fifa Official Website |
![]() |
Morgan freeman |
উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য কানায় কানায় ভর্তি হয়েছিল অল বাইত স্টেডিয়াম।উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম করলেন কাতারি গায়ক ফাহাদ আল কুবাইসি ও বিটিএস তারকা জং কুক ।
![]() |
Jung cook |
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত সাড়ে ১০ টা ( ভারতীয় সময় অনুসারে )অনুষ্ঠিত হলো উদ্বোধনী ম্যাচ । উদ্বোধনী ম্যাচ হয় কাতার এবং ইকুয়েডের মধ্যে । সেই ম্যাচে ইকুয়েডর ২-০ গোলে কাতারের বিরুদ্ধে জয় লাভ করে ।
আজ ২২ শে নভেম্বর গ্রুপ সি তে থাকা সবার প্রিয় দল আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে সৌদি আরবের । খেলা শুরু হবে ভারতীয় সময় অনুসারে সারে ৪ টে এবং খেলা হবে কাতারের লুসাইল স্টেডিয়াম ।
![]() |
Team Argentina |
আর্জেন্টিনার প্রথম একাদশ:
গোলকিপার:- ইমিলিয়ানো মার্টিনেজ
ডিফেন্স:- ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, নাহুয়েল মোলিনা,
মিডফিল্ডার:-রদ্রিগো দে পল , লিয়ান্দ্রো পারদেস, আলেয়ান্দ্রো গোমেজ
ফরওয়ার্ড:- লিওনেল মেসি, ল্উটারো মার্টিনেজ, এঞ্জেল ডি মারিয়া
কোচ:- লিওনেল স্কালোনি ।
অধিনায়ক:- লিওনেল মেসি
একটি মন্তব্য পোস্ট করুন