Captain Fantastic: সুনীল ছেত্রীর জীবন কাহিনী - Biography Of Sunil Chhetri In Bengali.

সুনীল ছেত্রীর জীবন কাহিনী - Biography Of Sunil Chhetri

Captain Fantastic 


আজ আমরা আলোচনা করব ভারতের অন্যতম ফুটবল অধিনায়ক ও বিখ্যাত ফুটবলার এবং ভারতের গোল মেশিন সুনীল ছেত্রীর জীবন কাহিনী নিয়ে । আন্তর্জাতিক ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন । কখনও মেসির ( Lionel Messi ) গোল সংখ্যা পেরিয়ে যাচ্ছেন , আবার কখনও টপকাছেন রোনাল্ডো ( Cristiano Ronaldo ) কে । জানবো ওনার ফুটবলে আসার পরিশ্রম, শিক্ষাগত যোগ্যতা, পরিবার এবং আয় । 

পিতা ও মাতা : সুনীল ছেত্রীর পিতার নাম কে. বি ছেত্রী এবং মাতা সুশীলা ছেত্রী । পিতা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর EME কর্পসের একজন কর্মকর্তা । বাবা ভারতীয় সেনাবাহিনীর হয়ে ফুটবল খেলেছেন এবং মাতা ছিলেন নেপালের জাতীয় মহিলা দলের একজন ফুটবল খেলোয়াড় । সুনীল ছেত্রীর দুই যমজ বোন ও রয়েছে, যারা নেপাল জাতীয় মহিলা দলের ফুটবলার। 


ব্যক্তিগত জীবন : 

সুনীল ছেত্রীর জন্ম ১৯৮৪ সালের ৩ রা আগস্ট , তেলেঙ্গানার( তখন অন্ধ্রপ্রদেশ ) সেকেন্দ্রাবাদে । পেশায় একজন ভারতীয় ফুটবল খেলোয়াড় । বর্তমানে তিনি ভারতের পেশাদার ফুটবল লিগ এর শীর্ষ স্তরের টুর্নামেন্ট ISL ( Indian Super League ) এর ক্লাব বেঙ্গালুরু এবং ভারতের জাতীয় দলে স্ট্রাইকার হিসেবে খেলছেন এবং পাশাপাশি ভারতের জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব ও পালন করছেন । মূলত কেন্দ্রীয় আক্রমণভাগ, বাম পার্শ্বীয় আক্রমণভাগ এবং দ্বিতীয় আক্রমণভাগ খেলোয়াড় হিসেবে ও খেলে থাকেন । সুনীল ছেত্রীর উচ্চতা ১.৭০ মিটার ( ৫ ফুট ৭ ইঞ্চি ) ।



২০১৭ সালের ৪ঠা ডিসেম্বর সুনীল তার দীর্ঘকালের বান্ধবী সোনাম ভট্টাচার্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন , যিনি ভারতীয় ফুটবল খেলোয়াড় সুব্রত ভট্টাচার্যের কন্যা।

Sunil Chhetri And His Wife

শিক্ষা : সুনীল সিকিমের বাহাই স্কুলে পড়াশোনা করেন , তারপর কলকাতায় আসেন এবং আশুতোষ কলেজ থেকে স্নাতক হন । 

ফুটবল বিশ্বে সুনীল ছেত্রীর অভিষেক :- 

সুনীল ছেত্রী তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ২০০১ সালে নয়া দিল্লির সি টি এফ সিং ক্লাব থেকে । পরে ২০০২ সালে জাতীয় ফুটবল লীগের মোহন বাগান ক্লাবে যোগ দেন । 


জ্যেষ্ঠ  পর্যায় এর ক্লাব :- 

মোহনবাগান : সুনীল ছেত্রী সিটি ক্লাব ছেড়ে ২০০২ সালে মোহনবাগানে যোগদান করেন । ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানে খেলেছেন । তার মধ্যে মোট ১৮ ম্যাচ খেলেছেন এবং  গোল করেছেন ০৮ টি । 

জে সি টি : ২০০৫ সালে মোহনবাগান ছেড়ে জে সি টি যোগ করেন । জে সি টি থাকাকালীন মোট ৪৮ টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ২১ টি ।‌ ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত জে সি টি তে খেলেছেন সুনীল ছেত্রী । 

ইস্টবেঙ্গল : জে সি টি ছেড়ে ইস্টবেঙ্গল যোগ করেন ২০০৮ সালে । ইস্টবেঙ্গলে খেলেছেন ২০০৮ থেকে ২০০৯ পর্যন্ত । তার মধ্যে ম্যাচ খেলেছেন ১৪ টি এবং গোল করেছেন ০৯ টি । 

ডেম্পো : ইস্টবেঙ্গল ছেড়ে ডেম্পো যোগ করেন ২০০৯ সালে । ডেম্পো তে মোট দু'বছর খেলেছেন তার মধ্যে ম্যাচ খেলেছেন ১৩ টি এবং গোল করেছেন ০৮ টি । ডেম্পো খেলার সময়কাল হল ২০০৯ থেকে ২০১০ পর্যন্ত । 

ক্যানসাস সিটি : ক্যানসাস সিটি তে যোগ ২০১০ সালে ‌। এখানে কোনো ম্যাচ খেলতে পারেননি সুনীল ছেত্রী । 

ইউনাইটেড : ক্যান্সাস সিটির পর ২০১১ সালে ইউনাইটেড জয়েন করেন সুনীল ছেত্রী । এখানে খেলাকালীন মোট ম্যাচ খেলেছেন ৭টি এবং গোল ও করেছেন ৭টি ।


মোহনবাগান : ইউনাইটেড ক্লাবের খেলার পর ফের মোহনবাগান জয়েন করেন ২০১১ সালে । এখানে খেলাকালীন সুনীল ছেত্রী মোট ১৪ টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ৮ টি । মোহনবাগানে খেলার সময় কাল হল ২০১১ থেকে ২০১২ । 

স্পোর্টিং সি পি বি : মোহনবাগান ছেড়ে ২০১২ সালে স্পোর্টিং সিপিবি ক্লাব জয়েন করেন । এখানে থাকাকালীন খুব বেশি ম্যাচ খেলতে পারেননি । মোট ৩ টি ম্যাচ খেলেছেন তার মধ্যে একটি ও গোল করতে পারেননি । 

চার্চিল ব্রাদার্স ( ধার ) : স্পোর্টিং ক্লাব ছেড়ে ২০১৩ সালে চার্চিল ব্রাদার্স জয়েন করেন সুনীল ছেত্রী । এখানে মোট ৮টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন ।

বেঙ্গালুরু : চার্চিল ছেড়ে একই বছরে ( ২০১৩) বেঙ্গালুরু জয়েন করেন।‌ ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত এখানে খেলছেন । এই সময় মোট ৪৩ টি ম্যাচ খেলে ১৬ টি গোল করেছেন । 

মুম্বই সিটি : ২০১৫ সালে ব্যাঙ্গালুরু ছেড়ে মুম্বাই সিটি জয়েন করেন সুনীল ছেত্রী । এখানে খেলাকালীন মোট ১১ টি ম্যাচ খেলে ৭ টি গোল করতে পেরেছেন ।

বেঙ্গালুরু ( ধার ): মুম্বই সিটি ছেড়ে  আবার বেঙ্গালুরু  যোগ করেন ২০১৫ তে । এখানে খেলাকালীন মোট ম্যাচ খেলেছেন ১৪ টি এবং গোল করেছেন ০৫ টি । খেলার সময়কাল হল ২০১৫-২০১৬ ।‌

বেঙ্গালুরু : ২০১৬ তে আবার বেঙ্গালুরুতে যোগ ।‌ এবারে মোট ম্যাচ খেলেছেন ৯৩ টি গোল করেছেন ৪৭ টি । 

মুম্বই সিটি ( ধার) : ২০১৬ তে বেঙ্গালুরু ছেড়ে যোগ করেন মুম্বই সিটি তে । এখানে মোট ০৬ টি ম্যাচ খেলে ও একটি ও গোল পাননি ।

২৩ জুলাই ২০২০ এ ঘোষণা করা হয়েছিল যে সুনীল ছেত্রী ম্যানচেস্টার ইউনাইটেড এর বিরুদ্ধে খেলবেন যা বিতর্কের জন্ম দিয়েছে।  কারণ তিনি এখনো কোন লিগ ম্যাচ খেলেননি। 


আন্তর্জাতিক ফুটবল : 

সুনীল ছেত্রী ২০০৩ সালের মার্চ মাসে ভারত অনূর্ধ্ব -২০  দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন । ভারতের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৩ ম্যাচে অংশগ্রহণ করে ০২ টি গোল করেন । 

মাত্র ২০ বছর বয়সে ২০০৫ সালের ১২ ই জুন সুনীল ছেত্রী পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে ভারতের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন । ম্যাচটি তে ভারত ১-১ গোলে ড্র করেছিল।  আর অভিষেক ম্যাচেই ৬৫ মিনিটে ভারতের আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করেন সুনীল ছেত্রী । তারপর ২০০৮ সালে ১৩ ই আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম হ্যাটট্রিক করেন । সেই ম্যাচে সুনীল ছেত্রী ভারতের ১ম, ৩য় এবং ৪র্থ গোল করেন । ২০১১ সালের ২১ শে মার্চ ২০১২ সালের এ এফ সি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব  ম্যাচে চীনা তাইপেইয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে সুনীল ছেত্রী প্রথমবার  ভারতের জাতীয় ফুটবলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন । সেই ম্যাচে সুনীল ছেত্রী ৯০ মিনিটে ১ গোল করার পাশাপাশি ভারত ৩-০ গোলে জয়লাভ করে ।

Source : Indian Football Team ( Instagram )


সুনীল ছেত্রী নিজের আন্তর্জাতিক পর্যায়ের ৫০ তম গোলটি সম্পূর্ণ করেন ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর। ভারতের তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে । বিপক্ষে ছিল মালদ্বীপ । এছাড়া ও ২০১১ সালে ১৩ই নভেম্বর ভারতের গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মালয়েশিয়ার বিরুদ্ধে নিজের ৫০ তম ম্যাচ ও সম্পূর্ণ করেন । এবং ২০১৮ সালের ১ লা জুন সুনীল ছেত্রী নিজের খেলোয়াড় জীবনের ১০০ তম ম্যাচ সম্পূর্ণ করেন তাইওয়ানের বিরুদ্ধে । ম্যাচটি অনুষ্ঠিত হয় ভারতের মুম্বই এ । এই ম্যাচ এ সুনীল হ্যাটট্রিক করে ৫-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ভারত । 

এখন অব্ধি (০২.১০.২২) আন্তর্জাতিক পর্যায়ে সুনীল ছেত্রীর মোট গোল সংখ্যা হল ৮৪ টি এবং ম্যাচ সংখ্যা হল ১৩১ টি। 




আজকের দিনে সুনীল ছেত্রী হচ্ছেন বিশ্বের তৃতীয় সক্রিয় গোল স্কোরার। প্রথম স্থানে রয়েছেন রোনাল্ডো এবং দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি । এবং সর্বকালের সেরা গোল স্কোরারদের মধ্যে রয়েছেন ষষ্ঠ স্থানে । আন্তর্জাতিক ফুটবলে সুনীলের গোল সংখ্যা ৮৪ টি । 

সম্প্রতি ফিফা সুনীল ছেত্রী কে বিশেষ সম্মান জানিয়েছেন । গত ২৭ শে সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ  Facebook, Twitter,  Instagram এ সুনীল ছেত্রীর একটি ছবি প্রকাশিত করা হয় ।

Source Fifa ( Instagram )

যেখানে দেখা যাচ্ছে বর্তমানে বিশ্বের দুই কিংবদন্তি লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশেই ভারতের কিংবদন্তি কে জায়গা দেওয়া হয় আর সেই ছবির ক্যাপশনে লেখা হয় " আপনি রোনাল্ডো এবং মেসির সম্বন্ধে অনেক জানেন আর এখন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরারের নামটিও জেনে নিন । সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয় । সেখানে দেখানো হয়েছে সুনীলের শৈশবকাল থেকে স্ট্রাগল করা এক চিত্র এবং নীচে লেখা আছে Captain Fantastic.  তারপর উচ্ছাসে ভেসে গেছে গোটা ভারতীয় ফুটবল প্রেমী । সুনীল ছেত্রীর জন্য বিশ্ব ফুটবলে ভারতের নাম আরো এক ধাপ এগিয়ে গেল ।  


🔹সুনীল ছেত্রীর পুরস্কার ও সম্মান: 

🔅ক্লাব টুর্নামেন্টের পুরস্কার :

🔅আই-লিগ 2009-10 — ডেম্পো।
🔅আই লীগ 2012-13—চার্চিল ব্রাদার্স ।

🔅আই-লিগ 2013-14 — বেঙ্গালুরু এফসি ।

🔅আই-লিগ 2015-16—ব্যাঙ্গালোর এফসি ।

🔅ইন্ডিয়ান ফেডারেশন কাপ 2014-15 — ব্যাঙ্গালোর FC ।

🔅ইন্ডিয়ান ফেডারেশন কাপ 2016-17 — ব্যাঙ্গালোর FC 

🔅AFC কাপ রানার্স আপ—2016—ব্যাঙ্গালোর FC ।

  🔅সুপার কাপ 2018 – ব্যাঙ্গালোর এফসি ।

 🔹আন্তর্জাতিক পুরস্কার:

🔅নেহরু কাপ 2007, 2009, 2012

🔅এএফসি চ্যালেঞ্জ কাপ 2008

🔅এসএপি চ্যাম্পিয়নশিপ 2011, 2016

🔹ব্যক্তিগত পুরস্কার : 

🔅বর্ষসেরা খেলোয়াড় 2007, 2011, 2013, 2014

🔅FPAI ভারতীয় 2009 সালের সেরা খেলোয়াড়

🔅এএফসি চ্যালেঞ্জ কাপ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় 2008

🔅SAIF চ্যাম্পিয়নশিপ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 2011

🔅আই লিগের হিরো 2016-17

🔅ইন্ডিয়ান সুপার লিগ 2017-18 এর হিরো

ভারতীয় ফুটবল ফেডারেশন এর বিচারে ছয় বারের মতো বর্ষসেরা হয়েছেন সুনীল ছেত্রী ।

 পেয়েছেন২০১১সালে  অর্জুন পুরস্কার, 


২০১৯ সালে পদ্মশ্রী পুরস্কার এবং২০২১ সালে খেলরত্ন মতো জাতীয় পুরস্কার । 





Post a Comment

নবীনতর পূর্বতন