Finalissima 2022: ২৯ বছর পর ফাইনালিসিমা ( ২০২২)চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা ।

১ লা জুন ফাইনালিসিমাই ( Finalissima ) মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকা ( Copa America ) চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Arjentina ) এবং ইউরো কাপ (Euro Cap )চাম্পিয়ন ইতালি (Italy )। 

Source : ESPN FC (Twitter )

ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালিসিমা ট্রফির দখল করে নিয়েছে মেসির আর্জেন্টিনা । ১লা জুনের মাঝরাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ( Wembley Stadium ) অনুষ্ঠিত হয় ফাইনালিসিমার ম্যাচ । 

Source : ESPN FC (Twitter )

কোনো গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি ( Lionel Messi ) । দুটি গোলের বল বাড়ানোর পেছনে অবদান রয়েছে মেসির । একটি গোল করেছেন মার্টিনেজর , পাশাপাশি একটি অ্যাসিস্ট ও করেছেন । আর্জেন্টিনার তিন গোল দাতা হলেন (১). লাউতারো মার্টিনেজ, (২). অ্যাঞ্জেলো ডি মারিয়া ( Ángel Di María) ও (৩). পাওলো দিবালার । 

বিশ্বের দরবারে ১৬ বার মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইতালি । তার মধ্যে আর্জেন্টিনা ০৬ বার আর ইতালি ০৫ বার জয় লাভ করে এবং ০৬ বার ম্যাচ ড্র হয় ।

২৯ বছর পর ফের এই বিশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় । ১৯৯৩ সালে শেষবার ফাইনালিসিমা অনুষ্ঠিত হয়েছিল । সেবার ( ১৯৯৩)  মুখোমুখি হয়েছিল মারাদোনার আর্জেন্টিনা ( Mardona's Arjentina )ও ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ক( Denmark ) । ডেনমার্ক কে  ২-১ গোলে হারিয়ে ফাইনালিসিমা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা । 

Source: ESPN FC ( Twitter)

আন্তর্জাতিক ফুটবলে টানা ৩২ টি ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা । সর্বশেষ ২০১৯ সালের জুলাই মাসে কোনো ম্যাচ হেরেছিল আর্জেন্টিনা । এদিন ফাইনালিসিমা জেতার পরেও উচ্ছাসে ভেসে যেতে রাজি হননি কোচ লিওনেল স্কালোনি ( Lionel Scaloni )। 

১৯৮৬ সালের বিশ্বকাপ জেতার পর বিশ্বকাপ ফুটবলে একবার ও চ্যাম্পিয়ন হতে পারেননি আর্জেন্টিনা । গত বছর কোপা আমেরিকা আর এবার ফাইনালিসিমা জিতলেও কোচ স্কালোনির চোখ এখন এবারের বিশ্বকাপ শিরোপায় । 

Source : ESPL FC ( Twitter )

উচ্ছ্বাসে ভেসে যাওয়ার আগে নিজে দলকে সতর্ক করে কোচ স্কালোনি বলেছেন,  ' বিশ্বকাপ আলাদা জিনিস । আমরা যদি মনে করি কাজ শেষ , তাহলেই বড় সমস্যা হয়ে যাবে । বিশ্বকাপ এটি থেকে পুরোপুরি আলাদা । সেখানে চাপ থাকবে সম্পূর্ণ ভিন্ন । সেটা আমাদেরকে মোকাবিলা করতে হবে । 

🔹 ইতালির একাদশ :- দোন্নারুমা, লোরেঞ্জো, বনুচ্চি, চিয়েলিনি, এমার্সন, বারেল্লা, জর্জিনহো, বেরাত্তি, বার্নার্দেসি, স্কামাকা, ইনসিগনে ।

🔹আর্জেন্টিনার একাদশ :- মার্তিনেজ, মলিনা, রোমেরো, ওতামেন্দি, আকুনা, দে পল, রদ্রিগেজ, লো সেলসো, মেসি, লৌতারো, ডি মারিয়া । 

Source : ESPN FC (Twitter)


Post a Comment

নবীনতর পূর্বতন