প্রথম বারেই আইপিএল (IPL 2022) চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujarat Titans) । দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা অসম্পূর্ণ থেকে গেল রাজস্থান রয়্যালসের(Rajasthan royals)।
![]() |
ছবি: টুইটার ( গুজরাট টাইটানস) |
সমাপ্তি ঘটে গেল 2022 এর আইপিএল টুর্নামেন্ট। রবিবার অর্থাৎ 29 শে মে অনুষ্ঠিত হয় 2022 সালের আইপিএলের ফাইনাল ম্যাচ। মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স(Gujarat Titans) এবং রাজস্থান রয়্যালস(Rajasthan royal) । আইপিএল 2022 ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গুজরাটের আহমেদাবাদ এ অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ( Narendra Modi stadium)।রাত আটটায় শুরু হয় ফাইনালের ম্যাচ কিন্তু সাড়ে সাতটায় মধ্যেই সম্পন্ন হয়েছিল টস। টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস এর অধিনায়ক সঞ্জু স্যামসন(Sanju Samson) এবং ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে । জবাবে গুজরাট টাইটান্স 18 .1ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করে ৭ উইকেটে প্রথমবারের জন্য 2022 এর আইপিএল চাম্পিয়নস হয় । পুরো মরসুমে জুড়েই দুর্দান্ত ম্যাচ খেলেছে হার্দিক পান্ডিয়ার(Hardik Pandya) নেতৃত্বাধীনগুজরাট টাইটান্স।
রাজস্থানের প্রথম একাদশ:-
🔅সঞ্জু স্যামসন (অধিনায়ক)
🔹যশস্বী জসওয়াল
🔹জস বাটলার
🔹দেবদূত পাটেক্কাল
🔹সিমরন হেটমায়ের
🔹রিয়ান পরাগ
🔹রবীচন্দ্রন অশ্বিন
🔹ট্রেন্ট বোল্ট
🔹ওবেদ ম্যাকয়
🔹যুবেন্দ্র চাহাল
🔹প্রসিদ্ধ কৃষ্ণা
গুজরাটের প্রথম একাদশ:-
🔅হার্দিক পান্ডিয়া (অধিনায়ক)
🔹শুভমন গিল
🔹ঋদ্ধিমান সাহা
🔹ম্যাথিউ ওয়েড
🔹ডেভিড মিলার
🔹রাহুল তেওয়াটিয়া
🔹রশিদ খান
🔹সাই কিশোর
🔹মোহাম্মদ সামি
🔹লকি ফার্গুসন
🔹যশ দয়াল
এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে(Narendra Modi stadium) ফাইনালের আগে অনুষ্ঠিত হয় জমজমাট সমাপ্তি অনুষ্ঠান উপস্থাপক রবি শাস্ত্রী (Ravi Shastri) মঞ্চ ছাড়ার পরে সমাপ্তি অনুষ্ঠান মঞ্চ মাতালেন রণবীর সিং(Ranbir Singh) । নাচে গানে দর্শকের মন জয় করে তুললেন রণবীর সিং। রণবীর সিং লঞ্চ ছাড়ার পর মঞ্চে উঠলেন এ আর রহমান (A R Rahman)। 30 মিনিট ধরে হয়েছিল সমাপ্তি অনুষ্ঠান।
গুজরাট টাইটানস আইপিএলে (IPL 2022) প্রথম যোগদান করে প্রথম বার চ্যাম্পিয়ন হয় এটি একটি রেকর্ডের থেকে কোন অংশে কম নয়। ওই দিন বিকেলে আরও এক ওয়ার্ল্ড র্রেকর্ড হয় আর সেটি হল ফাইনালে ম্যাচের আগে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামের বিশ্বের সবথেকে বড় ক্রিকেট জার্সি উপস্থাপন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের (Guinness Book World Record ) নাম তুলে ফেলে আইপিএল ৬৬×৪২ মিটারের সাদা জার্সিতে দশটি আইপিএল দলের লোগো লাগা ছিল। বি সি সি আই (BCCI) এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Gangopadhyay), বোর্ড সচিব জয় শাহ(Joy Shah )ও আই পি এল এর চেয়ারম্যান ব্রীজেশ পাটেল (Brijesh Patel) হাতে শংসাপত্র তুলে দিল গিনিস কর্তৃপক্ষ
এবার ফিরে আসি ম্যাচের কথায় গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়েলস দুর্দান্ত ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন হবার জন্য কিন্তু অবশেষে চাম্পিয়নস এর হাসি হাঁসলো গুজরাট টাইটান্স । হার্দিক পান্ডিয়া প্রথমবার গুজরাটের নেতৃত্ব গ্রহণ করেছিলেন এবং প্রথম নেতৃত্বেই গুজরাট কে প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন (IPL champion 2022) করালেন । এবং দখল করলেন ম্যাচ সেরার পুরস্কার ও ।
🔅দলের অবস্থান :-
🔹চাম্পিয়নস :- গুজরাট টাইটান্স
🔹রানার্স :- রাজস্থান রয়েলস
🔹তৃতীয় স্থান :-রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
🔹চতুর্থ স্থান :-লখনৌ সুপার জাইন্ট
🔅 ব্যক্তিগত পুরস্কার :-
🔹ম্যাচ সেরা:- হার্দিক পান্ডিয়া (গুজরাট টাইটান্স )
🔹কমলা টুপি (অরেঞ্জ ক্যাপ) :- জস বাটলার (রাজস্থান রয়েলস), রান:-৭১৮
🔹বেগুনি টুপি (পার্পল ক্যাপ):- যুজবেন্দ্র চাহাল রাজস্থান রয়েলস, উইকেট:-১৫
🔹ম্যাচের সুপার স্ট্রাইকার :- ডেভিড মিলার (গুজরাট টাইটান্স)
🔹গেম চেঞ্জার অফ দ্যা ম্যাচ:- হার্দিক পান্ডিয়া (গুজরাট টাইটান্স)
🔹পাওয়ার প্লে অফ দ্যা ম্যাচ:- ট্রেন্ট বোল্ট (রাজস্থান রয়েলস)
🔹ম্যাচের সবচেয়ে মূল্যবান সম্পদ:- হার্দিক পান্ডিয়া (গুজরাট টাইটান্স)
🔹আইপিএল 15 এর এমার্জিং প্লেয়ার:- ইমরান মালিক ( সানরাইজ হায়দ্রাবাদ)
🔹মরশুমের সর্বোচ্চ ছক্কার মালিক:-জজ বাটলার ( রাজস্থান রয়্যালস)
🔹মরশুমের সুপার স্ট্রাইকার:- দীনেশ কার্তিক (রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর)
🔹মরশুমের গেম চেঞ্জার:- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
🔹মরশুমের পাওয়ার প্লে প্লেয়ার:-জস বাটলার (রাজস্থান রয়্যালস)
🔹মরশুমের দ্রুততম ডেলিভারি:- লকি ফার্গুসন (গুজরাট টাইটান্স)
🔹মৌসুমের সেরা ক্যাচ:- এভিন লুইস (লখনৌ সুপার জাইন্ট)
🔹মৌসুমের সবচেয়ে মূল্যবান প্লেয়ার:-জস বাটলার (রাজস্থান রয়্যালস)
একটি মন্তব্য পোস্ট করুন