আর কয়েক মাসের অপেক্ষা তারপর শুরু হতে চলল বিশ্বের জনপ্রিয় খেলা ফিফা ফুটবল বিশ্বকাপ (Fifa World Cup 2022)। দীর্ঘ অপেক্ষার পর শান্তির নিশ্বাস নিয়েছে ফুটবল প্রেমীরা ।
![]() |
Source : FIFA (Twitter ) |
গত ২রা এপ্রিল ২০২২, কাতার বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করলো ফিফা (Fifa )। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবলের বিশ্বকাপ এবং শেষ হবে ২০২২ সালের ১৮ ডিসেম্বর । এবারের বিশ্বকাপ আয়োজক দেশ হল কাতার (Qatar )। কত দেশ কত খেলোয়ার এই বিশ্বকাপের জন্য অপেক্ষা করে থাকে অবশেষে সবার অপেক্ষার ইতি টানলো ফিফা এবং ঘোষণা করল কাতার বিশ্বকাপের সময়সূচি । আর কাতার বিশ্বকাপ টি হচ্ছে ফিফার ২২ তম বিশ্বকাপের আসর
![]() |
Source : FIFA (Twitter ) |
কাতার বিশ্বকাপে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে এবং ৩২ টি দলকে আটটি দলে ভাগ করা হয়েছে । কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব চলবেই ১২ দিন, প্রতিদিন ০৪টি করে ম্যাচ থাকবে । এবার এই প্রথম গ্রুপ পর্বে দিনে চারটি করে ম্যাচ আয়োজিত হবে । আমাদের ভারতীয় সময়ে 03.30 pm, 06.30 pm, 09.30 pm, এবং 12.30 am .
কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে নভেম্বর মাসের ২১ তারিখে সোমবার দুপুর ০৩ টা বেজে ৩০ মিনিটে । উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সেনেগাল এবং নেদারল্যান্ডস । কাতার বিশ্বকাপের উদ্বোধনী প্রথম ম্যাচ হবে আল সুমামাহ্ স্টেডিয়ামে ( Al- Thumama Stadium )
![]() |
Source : FIFA (Twitter ) |
২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে ১৮ই ডিসেম্বর রবিবার রাত্রি ০৮ বেজে ৩০ মিনিটে । আর এই ম্যাচটি হবে লুসাইল স্টেডিয়ামে (Lusail Stadium ) ।
![]() |
Source : FIFA (Twitter ) |
🔅কাতার বিশ্বকাপের স্টেডিয়াম (Qatar World Cup Stadium): কাতার বিশ্বকাপ কবে, কখন, কোথায় থেকে শুরু হচ্ছে সবকিছু তো জেনে নিলাম। চলুন এবার একটু জেনে নেওয়া যাক কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত সমস্ত ম্যাচ কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
![]() |
Source : FIFA (Twitter ) |
কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত সমস্ত ম্যাচ কাতারের ০৫ টি শহরের ০৮ টি স্টেডিয়ামে হবে । এবং স্টেডিয়াম গুলোর নাম হল:-
১. লুসাইল আইকনিক স্টেডিয়াম (Lusail Iconic Stadium ),
২. আল বাইত স্টেডিয়াম ( Al-Bayt Stadium ),
৩. রাস আবু আবুদ স্টেডিয়াম ( Stadium 974 ),
৪. আল সুমামাহ স্টেডিয়াম ( Al- Thumama Stadium ),
৫. এডুকেশন সিটি স্টেডিয়াম ( Education City Stadium),
৬. আহমেদ বিন আলী স্টেডিয়াম ( Ahmad Bin Ali Stadium),
৭. খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম ( Khalifa International Stadium),
৮. আল জানুব স্টেডিয়াম ( Al Janoub Stadium ),
![]() |
Source : FIFA (Twitter ) |
🔅 কাতার বিশ্বকাপের ৩২টি দলের ০৮টি গ্রুপ( Qatar World Cup ):-
🔹Group - A
কাতার( Qatar ), নেদারল্যান্ডস ( Netherland), সেনেগাল( Senegal), ইকুয়েডর( Ecuador)।
![]() |
Source : FIFA.Com(Twitter ) |
🔹Group - B
ইংল্যান্ড( England ), যুক্তরাষ্ট্র(USA), ইরান ( Iran), ওয়েলস(Wales) ।
![]() |
Source : FIFA.Com(Twitter ) |
🔹Group - C
আর্জেন্টিনা( Argentina), মেক্সিকো ( Mexico ), পোল্যান্ড ( Poland), সৌদি আরব( Saudi Arabia )।
![]() |
Source : FIFA.Com(Twitter ) |
🔹Group - D
ফ্রান্স(France), ডেনমার্ক ( Denmark), তিউনিসিয়া(Tunisia), পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত ( Peru/Australia/United Arab Emirates) (প্লে-অফ ১)
![]() |
Source : FIFA.Com(Twitter ) |
🔹Group - E
স্পেন( Spain), জার্মানি(Germany), জাপান(Japan), কোস্টারিকা/নিউজিল্যান্ড(Costa Rica/New Zealand) (প্লে-অফ ২)
![]() |
Source : FIFA.Com(Twitter ) |
🔹Group - F
বেলজিয়াম(Belgium), ক্রোয়েশিয়া(crosia (Croatia), মরক্কো(Morocco), কানাডা(Kannada)।
![]() |
Source : FIFA.Com(Twitter ) |
🔹Group - G
ব্রাজিল(Brazil), সুইজারল্যান্ড(Switzerland), সার্বিয়া(Serbia), ক্যামেরুন(Cameron)।
![]() |
Source : FIFA.Com(Twitter ) |
🔹Group - H
পর্তুগাল(Portugal), উরুগুয়ে(Uruguay), দক্ষিণ কোরিয়া(South Korea), ঘানা(Ghana) ।
![]() |
Source : FIFA.Com(Twitter ) |
🔅 এবারের বিশ্বকাপেই প্রথম বিশ্বকাপ যেটি নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে । সম্ভবত বিশ্বকাপের সব আসনেই মার্চ থেকে মে মাসের মধ্যে হয়ে থাকে।
![]() |
Source : FIFA.Com(Twitter ) |
◽ আজকের পোষ্টে আমরা জানতে পারলাম ২০২২ সালের বিশ্বকাপ টি ২১ শে নভেম্বর থেকে ১৮ ই ডিসেম্বর পর্যন্ত হবে । ২০২২ সালের বিশ্বকাপ টি কাতারে অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিশ্বকাপে মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে । ৩২টি দলকে আটটি (০৮ টি ) গ্রুপে ভাগ করা হয়েছে । গ্রুপ পর্বের ম্যাচ গুলি দিনে চারটি করে অনুষ্ঠিত হবে । ২০২২ সালের বিশ্বকাপ টি কাতারের পাঁচটি ( ০৫ টি )শহরের আটটি (০৮ টি) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ।
Khob sundor
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন