IPL 2022: আই পি এল এর পুরস্কার ( Trophy & Prize Money)

  আমরা সবাই জানি কিছুদিন আগেই আই পি এল শেষ হয়েছে । ফাইনালে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালস ।  ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় গুজরাটের আহমেদাবাদ অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । ফাইনালে গুজরাট টাইটান্স রাজস্থান কে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আই পি এল চ্যাম্পিয়ন হয় ।

কিন্তু অনেকেই বলতে পারেন কে, কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন । তবে চলো আজকে আমরা জানবো আইপিএল 2022 এ কে কোন পুরস্কার পেয়েছে এবং এর সঙ্গে আরও জানব অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ এবং আরো অন্য ব্যক্তিগত পুরস্কার কাদের দখলে ।

🔅 চ্যাম্পিয়ন :- গুজরাট টাইটান্স ।  আইপিএল 2022 এ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস পেয়েছেন কুড়ি কোটি টাকা এবং ট্রফি।

Source : Ipl Website

🔅 রানার্স :- রাজস্থান রয়্যালস ।  আইপিএল 2022 এ রানার্স রাজস্থান রয়েলস পেয়েছেন ১২.৫  কোটি টাকা । আগের মরসুমে অর্থাৎ 2021 এর রানার্স দলকে দেওয়া হয়েছিল 13 কোটি টাকা । এবারে আগের তুলনায় এই মরশুমে 50 লক্ষ টাকা কম দেওয়া হয়েছে রানার্স দলকে।
Source : IPL website

🔅 তৃতীয় স্থান :- তৃতীয় স্থান দখল করেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর । রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পেয়েছে ০৭ কোটি টাকা । আগের তুলনায় এবারের পুরস্কার এর পরিমাণ কমেছে । গত মরশুমে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করা দুটি  দল কে দেওয়া হয়েছিল ৮.৭৫ লক্ষ টাকা করে ।

🔅 চতুর্থ স্থান :- চতুর্থ স্থান দখল করেছে লখনৌ সুপার জাইন্ট । পুরষ্কার হিসেবে তারা পাচ্ছে ৬.৫০ কোটি টাকা , যেটি আগের তুলনায় ( ৮.৭৫ কোটি) অনেক কম করা হয়েছে ।

🔅 ব্যক্তিগত পুরস্কার :-
🔹 পার্পেল ক্যাপ ( বেগুনি টুপি ) : যুজবেন্দ্র চাহাল ( রাজস্থান রয়েলস) ,২৭ টি উইকেট।
◽পুরষ্কার: ১০ লক্ষ টাকা ।

IPL: website

🔹 অরেঞ্জ ক্যাপ ( কমলা টুপি ) : জস বাটলার ( রাজস্থান রয়েলস ), ৮৬৩ রান ।

◽ পুরস্কার : ১০ লক্ষ টাকা ।

Source : IPL : Website

🔹 ফাইনালের সর্বোচ্চ চার :- জস বাটলার ( রাজস্থান রয়েলস), ০৫টি চার।
◽ পুরষ্কার :০১ লক্ষ টাকা ।
Source : Website

🔹 মরশুমের দ্রুততম ডেলিভারি:- লকি ফার্গুসন (গুজরাট টাইটান্স) ।

◽ পুরষ্কার: ১০ লক্ষ টাকা।

Source : IPL Website

🔹মরশুমের সুপার স্ট্রাইকার:- দীনেশ কার্তিক (রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর)।

◽ পুরষ্কার: ১০ লক্ষ টাকা এবং একটি টাটা কোম্পানির গাড়ি ।

Source : Ipl website
( Dinesh Kartick not present  )

🔹মরশুমের পাওয়ার প্লে প্লেয়ার:-জস বাটলার (রাজস্থান রয়্যালস) ।

◽ পুরস্কার : ১০ লক্ষ টাকা ।

Source : IPL Website

🔹মৌসুমের সবচেয়ে মূল্যবান প্লেয়ার:-জস বাটলার (রাজস্থান রয়্যালস)।

◽ পুরস্কার :১০ লক্ষ টাকা ।

Source : Ipl website

 🔹 গেম চেঞ্জার অফ দা সিজন : জস বাটলার (রাজস্থান রয়েলস)

◽পুরস্কার : ১০ লক্ষ টাকা ।

Source : IPL Website

🔹মৌসুমের সেরা ক্যাচ:- এভিন লুইস (লখনৌ সুপার জাইন্ট)।

◽ পুরস্কার : ১০ লক্ষ টাকা

Source : Ipl website

🔹 ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়েলস ।

Source: IPL Website


🔹এমার্জিং প্লেয়ার অফ্ দ্যা সিজন্ :- উমরান মালিক ( সানরাইজ হায়দ্রাবাদ)
◽ পুরস্কার :১০ লক্ষ টাকা ।

Source : IPL Website
( Imran Mallic not present )


🔹মরশুমের সর্বোচ্চ ছক্কার মালিক:-জজ বাটলার ( রাজস্থান রয়্যালস), ৪৫ টি ছক্কা ।
◽ পুরস্কার: ১০ লক্ষ টাকা।

Source: IPL Website


🔹 ফাইনালের সেরা  :- হার্দিক পান্ডিয়া (গুজরাট টাইটান্স )
◽পুরস্কার : ০৫ লক্ষ টাকা

Source: IPL Website


🔹 ফাইনালের সুপার স্ট্রাইকার :- ডেভিড মিলার (গুজরাট টাইটান্স)
◽ পুরষ্কার: ০১ লক্ষ টাকা ।

Source: Ipl website


🔹গেম চেঞ্জার অফ দ্যা ম্যাচ:- হার্দিক পান্ডিয়া (গুজরাট টাইটান্স)
◽ পুরস্কার: ০১ লক্ষ টাকা।

Source : IPL Website


🔹 ম্যাচের সেরা ছক্কা : যশস্বী জসওয়াল (রাজস্থান রয়েলস)।
◽ পুরস্কার : ০১ লক্ষ টাকা ।

Source : IPL Website 


🔹পাওয়ার প্লে অফ দ্যা ম্যাচ:- ট্রেন্ট বোল্ট (রাজস্থান রয়েলস)
◽ পুরস্কার : ০১ লক্ষ টাকা ।

Source : ipl website


🔹ম্যাচের সবচেয়ে মূল্যবান প্লেয়ার :- হার্দিক পান্ডিয়া (গুজরাট টাইটান্স)
◽ পুরস্কার : ০১ লক্ষ টাকা ।

Source : Ipl website

🔹 মরশুমের সর্বোচ্চ চার : জস বাটলার ( রাজস্থান রয়েলস)

◽ পুরস্কার : ১০ লক্ষ টাকা ।

Source : IPL Website


🔹 মরশুমের দ্রুততম ডেলিভারি:- লকি ফার্গুসন (গুজরাট টাইটান্স) ।

◽ পুরষ্কার: ০১ লক্ষ টাকা।

Source : Ipl website


🔅 স্টেডিয়াম পুরস্কার :- যে চারটি স্টেডিয়ামে লিগ ম্যাচগুলি হয় সেগুলো হল ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রাবোর্ন স্টেডিয়াম, ডি ওয়াই পাতিল স্টেডিয়াম ও এম সি এ স্টেডিয়াম। বিসিসিআই এইসব স্টেডিয়ামের মাঠের কিউরেটর ও মাঠকর্মীদের জন্য দিচ্ছে  ২৫ লক্ষ টাকা করে।

প্লে অফের ম্যাচ গুলি হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনস ও আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে । এই দুটি স্টেডিয়ামের মাঠের কিউরেটর ও মাঠকর্মীদের জন্য বিসিসিআই দিচ্ছে ১২.৫ লক্ষ টাকা করে অর্থাৎ ২৫ লক্ষ টাকা ।


Post a Comment

নবীনতর পূর্বতন