দাদাভাই চলে এলো আইপিএল (IPL )। শুরু হলো ভারতের জনপ্রিয় ক্রিকেট খেলা আইপিএল । আইপিএল জানে না এমন মানুষ ভারতবর্ষে নেই বললেও চলে । আজকের পোষ্টে আমরা জানবো আইপিএল এর পুরো নাম কি, আইপিএল কবে শুরু হয়েছিল, প্রথম বছরে আইপিএলে কত দল অংশগ্রহণ করেছিল এবং সেই বছরের চ্যাম্পিয়ন কে ছিল ? এবং আজ অব্দি কোন দল কতবার চ্যাম্পিয়ন হয়েছে ?
![]() |
Source : Cricket Addicter |
আই পি এল হলো ভারতের একটি জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট খেলা । আইপিএল এর গুরুত্ব শুধুমাত্র ভারতবর্ষে নয় পৃথিবীর বিভিন্ন দেশে এই খেলার গুরুত্ব ছড়িয়ে পড়েছে । বিভিন্ন দেশের খেলোয়াড়রা ভারতে আসে আইপিএল খেলতে ।
আইপিএল এর পুরো নাম হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( Indian Premier League ) । এটি শুরু হয়েছিল ২০০৮ সালে এবং সেই বছরে আইপিএলে মোট ৮টি দল ছিল । আইপিএল প্রতিবছরই আয়োজন করা হয় । কিন্তু মহামারী করোনার জন্য ২০২০ সালের আইপিএলের ম্যাচ এবং ২০২১ সালের আইপিএল এর কিছু ম্যাচ ভারতবর্ষে হলেও বাকি ম্যাচগুলো হয় সংযুক্ত আরব আমিরশাহী তে । এই বছর অর্থাৎ ২০২২ সালের আইপিএল আমাদের ভারতবর্ষেই হচ্ছে । 26 মার্চ থেকে শুরু হয়েছে এবারের (২০২২) আইপিএল টুর্নামেন্ট ।
২০০৮ সালে আইপিএলে অংশগ্রহণকারী আটটি দল ও অধিনায়ক এর নাম।
১. কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night Riders)
অধিনায়ক : সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)
২. মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)
অধিনায়ক : শচীন তেন্ডুলকর(Sachin Tendulkar)
৩. রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)
অধিনায়ক : রাহুল দ্রাবিড় (Rahul Dravid)
৪. ডেকান চার্জার্স (Deccan Chargers)
অধিনায়ক : ভি ভি এস লক্ষণ(VVS Laxman)
৫. দিল্লি ডেয়ারডেভিলস(Delhi Daredevils)
অধিনায়ক : বীরেন্দ্র সেহবাগ (Virendra Sewag)
৬. চেন্নাই সুপার কিংস(Chennai Super Kings)
অধিনায়ক : মহেন্দ্র সিং ধোনি (MSD )
৭. কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab)
অধিনায়ক : যুবরাজ সিং(Yuvraj Singh)
৮. রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)
অধিনায়ক : শেন ওয়ার্ন Shane Warne)
এই বছর (২০০৮) রাজস্থান রয়্যালস ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলে প্রথম চ্যাম্পিয়ন হয় ।
![]() |
Rajasthan Royals Pic : XYX |
২০০৮ থেকে ২০২২ পর্যন্ত চ্যাম্পিয়ন দল ।
২০০৮: রাজস্থান রয়্যালস
২০০৯: ডেকান চার্জার
২০১০: চেন্নাই সুপার কিংস
২০১১: চেন্নাই সুপার কিংস
২০১২: কলকাতা নাইট রাইডার্স
২০১৩: মুম্বাই ইন্ডিয়ান্স
২০১৪: কলকাতা নাইট রাইডার্স
২০১৫: মুম্বাই ইন্ডিয়ান্স
২০১৬: সানরাইজ হায়দ্রাবাদ
২০১৭: মুম্বাই ইন্ডিয়ান্স
২০১৮: চেন্নাই সুপার কিংস
২০১৯: মুম্বাই ইন্ডিয়ান্স
২০২০: মুম্বাই ইন্ডিয়ান্স
২০২১: চেন্নাই সুপার কিংস
২০২২ : গুজরাট টাইটান্স
সর্বাধিক বিজয়ী (champion) দল :মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)
বিজয়ী : পাঁচ বার ( 5 times )
সর্বাধিক রান (Highest Run): বিরাট কোহলি (Virat Kohli )
স্কোর: ৬২৮৩ ( 6283)
সর্বাধিক উইকেট (Highest Wicket): ডোয়েন ব্র্যাভো ( Dwayne Bravo )
উইকেট : ১৭৩ টি ( 173 )
একটি মন্তব্য পোস্ট করুন