মেসি, রোনাল্ডো কে হারিয়ে ফিফার বর্ষসেরা ২০২১ পুরস্কার পেলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রর্বাট লেভানডভস্কি ( Robert Lewandowski) ।
Source : Google |
গত 17 জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে কে অনুষ্ঠিত হয় ফিফার বর্ষসেরা পুরস্কার এর অনুষ্ঠান, ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান । প্রতিবছরই অনুষ্ঠিত হয় ফিফার বর্ষসেরা পুরস্কার এর অনুষ্ঠান , ফিফার অন্তর্ভুক্ত দেশের কোচ অধিনায়ক নির্বাচিত সাংবাদিক ও ভক্তদের দেওয়া ভোটে নির্বাচন করা হয় ফিফার বর্ষ সেরা খেলোয়ারকে । গত বছর এই পুরস্কারের দৌড়ে ছিলেন লেভানডভস্কি , মেসি এবং রোনাল্ডো ।
আজকের পোষ্টে আমরা জানবো কে হয়েছেন ফিফার বর্ষসেরা ২০২১এর সেরা খেলোয়াড় । এই পুরস্কার শুধু ছেলেদেরকে নয় মহিলা বিভাগে ও দেওয়া হয় এই পুরস্কার ।
THE BEST FIFA MEN'S PLAYER 2021: ফিফার বর্ষসেরা পুরস্কারের শিরোপা পেলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কি(Robert lewandowski) । লিওনেল মেসি ( Lionel Messi) এবং লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ (Mohammed salla h) কে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন লেভানডোস্কি ।
গতবছর ২০২০ তে ও পেছনে ফেলেছিলেন লিওনেল মেসিকে , সবার সৌভাগ্য হয় না মেসির সঙ্গে পুরস্কার মঞ্চ ভাগ করা কিন্তু সেই মঞ্চেই মেসিকে হারিয়ে পুরস্কার জিতে নেওয়া টা চমৎকার থেকে কম নয় । গত মরশুমের ২০২০ সালের ৮ ই অক্টোবর থেকে ২০২১ সালের ৭ ই আগস্ট পর্যন্ত লেভানডোভস্কি ৪৪ ম্যাচে গোল করেন ৫১ টি, অ্যাসিস্ট ৮ টি , ম্যাচ সেরা ১৬ বার, বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ৪১ টি গোল । বিশ্বকাপ বাছাই পর্বের ৮ ম্যাচে ৮ গোল, অ্যাসিড ৪ টি এবং ভেঙ্গেছেন জর্জ মুলারের ( George Muller ) ১৯৭১-৭২ সালের এক মরশুমের ৪১টি গোলের রেকর্ড । গতবারের শীর্ষ তিনে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবারে শীর্ষ তিনে জায়গা করতে পারেননি ।
THE BEST FIFA WOMEN'S PLAYER : মহিলাদের বিভাগে ফিফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন বার্সেলোনার আলেক্সীয়া পুতেলাস ( Alexia putellas )। এবার মহিলাদের ব্যালন ডি’অর জিতেছেন আলেক্সিয়া পুতেলাস। ফিফা বেস্টের ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হলো না। পুরস্কার জয়ের পথে হারিয়েছেন সতীর্থ জেনিফার এর্মোসো ও চেলসির স্যাম কের কে।
THE BEST FIFA MEN'S COACH 2021: ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন জার্মানির টমাস টুখেল ( Thomas Tuchel) ।চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পুরস্কার পেলেন জার্মান কোচ টমাস টুখেল। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা আর ইতালি জাতীয় দলের কোচ রবার্তো মানচিনিকে হারিয়ে পুরুষ বিভাগে সেরা কোচের পুরস্কার উঠেছে টুখেলের হাতে।
THE BEST FIFA WOMEN'S COACH 2021: ফিফার বর্ষসেরা মহিলা সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন চেলসির কোচ এমা হেয়েস (;Emma Heyes )। বার্সেলোনার কোচ লুইস কোর্তেস আর নেদারল্যান্ডসের জাতীয় দলের সাবেক কোচ, ইংল্যান্ডের জাতীয় দলের বর্তমান কোচ সারা উইগম্যানকে হারিয়ে এ পুরস্কার জিতেছেন তিনি।
THE BEST FIFA MEN'S GOALKEEPER 2021: ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরষ্কার উঠেছে
চেলসির সেনেগালিজ গোলকিপার এদুয়ার্দ মেন্দির ( Edourd Mendy ) হাতে । গত মৌসুমে চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল এই গোলকিপারের। চ্যাম্পিয়নস লিগে ১৭ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচেই কোনো গোল খাননি মেন্দি। বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়্যার আর পিএসজির ইউরোজয়ী গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে হারিয়ে এ পুরস্কার জিতেছেন তিনি।
THE BEST FIFA WOMEN'S GOALKEEPER 2021: ফিফার বর্ষসেরা মহিলা গোলকিপার হয়েছেন ক্রিশ্চিয়ান এন্ডলার ( Christian Endler ) । চিলির এই গোলকিপার গত মৌসুমে সেমিফাইনালে অসামান্য রক্ষক হিসেবে মনোনীত করা হয়েছিল, সেরা ফিফা মহিলা গোলরক্ষক পুরস্কারটি মহিলাদের ফুটবলের সবচেয়ে অসামান্য গোলরক্ষককে দেওয়া হয় কারণ সমস্ত মহিলা জাতীয় দলের বর্তমান কোচ (প্রতি দলে একজন), সমস্ত মহিলা জাতীয় দলের বর্তমান অধিনায়ক (প্রতি দলে একজন) সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক জুরি দ্বারা ভোট হয় ।
THE FIFA PUSKAS AWARD 2021: পুসকাস পুরস্কার জিতলেন আর্জেন্টিনার সেভিয়ার উইঙ্গার এরিক লামেলা (Erik Lamela )। বছরের সবচেয়ে আকর্ষণ গোল করে ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতলেন এরিক লামেলা। তবে যে গোলের জন্য জিতেছেন, তখন ইংলিশ ক্লাব টটেনহামে খেলতেন। আর্সেনালের বিপক্ষে র্যাবোনা শটে অসাধারণ গোল করেছিলেন ।
BEST FIFA FAN AWARD 2021 : ফিফার ফ্যান অ্যাওয়ার্ড পেল ডেনমার্ক আর ফিনল্যান্ডের সমর্থকেরা । জীবনের মূল্য যে ফুটবলের চেয়েও বেশি, সেটা বুঝিয়েছিল ডেনমার্ক আর ফিনল্যান্ডের দর্শকেরা। দেখতে এসেছিলেন ইউরোর খেলা, হুট করে মাটিতে লুটিয়ে পড়েন ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। এরিকসেনের জীবন সংশয়ে থাকার সেই মূহুর্তগুলোতে অনন্যসাধারণ এক উদাহরণ সৃষ্টি করে মাঠে আসা দুই দলের সমর্থক। ইন্টার মিলানের সাবেক এই মিডফিল্ডারের নাম ধরে 'এরিকসেন', 'এরিকসেন' ধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো স্টেডিয়াম। সেটার পুরস্কারই আজ ফিফা দিল এই দুই দলের সমর্থককে, ফিফা ফ্যান অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে।
![]() |
FIFA FIFPRO Men's World 11(2021) : ফিফার বর্ষসেরা একাদশ (২০২১)
গোলকিপার - জিয়ানলুইজি দোন্নারুম্মা
।
ডিফেন্ডার - ডেভিড আলাবা, রুবেন দিয়াস, লিওনার্দো বোনুচ্চি।
মিডফিল্ডার - জর্জিনিও, এনগোলো কান্তে, কেভিন ডি ব্রুইনা।
ফরওয়ার্ড - লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আর্লিং হরলান্ড, রবার্ট লেভানডোস্কি।
এবারের ফিফা বর্ষসেরার তৃতীয় অবস্থানে
থাকা লিভারপুলের মোহাম্মদ সালাহ জায়গা পাননি বর্ষসেরা একাদশে।
![]() |
FIFA FIFPRO Women's World 11 ( 2021 ) : ফিফার বর্ষসেরা মহিলা একাদশ (২০২১)
গোলকিপার - এন্ডলার
ডিফেন্ডার - ব্রোঞ্জ, ব্রাইট, রেনার্ড, এরিকসন
মিডফিল্ডার - বানিনি, লয়েড, বোনাসেরা
ফরওয়ার্ড - মার্তা, মরগান, মিয়েডেমা
চমকপ্রদভাবে এবারের ফিফার বর্ষসেরা পুরস্কারের তালিকায় থাকা শীর্ষ তিন নারী তারকা জেনিফার এর্মোসো, স্যাম কের ও অ্যালেক্সিয়া পুতেয়াসের কেউই জায়গা পাননি বর্ষসেরা একাদশে।
![]() |
FIFA FAIR PLAY AWARD 2021: দৃশ্যটা হয়তো কোনো দিনই কেউ ভুলতে পারবে না। গত জুনে (২০২১) ইউরো কাপের ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাঠেই মুখ থুবড়ে পড়ে যান ডেনিশ প্লেমেকার ক্রিস্টিয়ান এরিকসেন। ফুটবল দুনিয়ার জন্য সেই মুহূর্ত ছিল অভাবনীয় উৎকণ্ঠার। ডেনমার্ক অধিনায়ক সিমোন কায়ের এবং অন্যরা তৎক্ষণাৎ ছুটে গিয়ে এরিকসেনকে প্রাথমিক চিকিৎসা না দিলে কী হতো কে জানে!
মাঠের বাইরে থেকে চিকিৎসাদল দ্রুত গিয়ে এরিকসেনকে সিপিআর (বুকে চাপ দিয়ে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখা) দেয়। এই তৎপর চিকিৎসাসেবার কারণে সে যাত্রায় প্রাণে বেঁচে যান এরিকসেন। ডেনিশ তারকার প্রাণ বাঁচাতে সেদিন যাঁরা খুব দ্রুত সাড়া দিয়েছিলেন, তাঁদের পুরস্কৃত করল ফিফা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে।
FIFA SPECIAL AWARD 2021: ফিফার বিশেষ পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo )। এবার জাতীয় দলের হয়ে কোনো শিরোপা নেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর তবে রেকর্ড আছে। ইউরো কাপে রোনাল্ডো গোল করেছেন ৫ টি, তবে তাঁর দল বাদ পড়েছে টুর্নামেন্টের শেষ ষোলোতে। ওই পাঁচ গোলে আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলী দাইয়ির গড়া ১০৯ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন, এরপর সেপ্টেম্বরে সেটিকে পেরিয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রোনাল্ডো। পর্তুগালের জার্সিতে তাঁর নামের পাশে এখন জ্বলজ্বল করে ১১৫ গোলের রেকর্ড ।
এই কীর্তির জন্য ফিফা থেকে বিশেষ পুরস্কার পেলেন রোনাল্ডো ।
এই পোস্টটিতে আমরা আলোচনা করেছি ২০২১ সালের পুরুষ এবং মহিলার উভয় দলের ফিফার বর্ষসেরা প্লেয়ার , ফিফার বর্ষসেরা কোচ , ফিফার বর্ষসেরা গোলকিপার, ফিফার বর্ষসেরা একাদশ, ফিফার পুসকাস পুরস্কার, ফিফার ফ্যান অ্যাওয়ার্ড, ফিফার ফেয়ার্ প্লে পুরস্কার এবং ফিফার বিশেষ পুরস্কার ।
একটি মন্তব্য পোস্ট করুন