২০২১ সালের ব্যালন ডি' অর পেলেন লিওনেল মেসি।
গত ২৯ শে নভেম্বর প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটে আয়োজিত হয় বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান । এই ৩৪ বছর বয়সি আর্জেন্টিয়ান ফুটবলার টি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ এবং ২০১৯ এর পর আবার ২০২১ এ পেলেন ফিফার বর্ষসেরার পুরস্কার । এটা নিয়ে সপ্তমবার এই পুরস্কার পেলেন লিওনেল মেসি । বন্ধু সুয়ারেজের হাত থেকে পুরস্কার নিয়ে ভীষণ খুশি লিওনেল মেসি । গত বছর 2020 মহামারী করোনার জন্য এই পুরস্কার দেওয়া হয়নি কিন্তু ঐ বছর (2020) বর্ষসেরা পুরস্কারের দৌড়ে সব থেকে এগিয়ে ছিলেন পোলান্ডের ফুটবলার লেভানদোভস্কি ।
2021 সালে ফিফার নারী বর্ষসেরার পুরস্কার পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফুটবলার আলেক্সিয়া পুতেয়াস । এবারে প্রথম শুরু হওয়া বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার পেয়েছেন লেভানডোভস্কি । সেরা উদীয়মান তারকা পুরস্কার কোপা ট্রফি পেয়েছেন পেদ্রি এবং সেরা গোলরক্ষক এর পুরস্কার ইয়াসিন ট্রফি পেয়েছেন PSG র ইতালিয়ান ফুটবলার জুয়ান লুইজি দোনারুমা । সেরা ক্লাব নির্বাচিত হয়েছে চেলসি । ১৪ বছরের মধ্যে এবার প্রথম সেরা তিন ই ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । হয়েছেন ষষ্ঠ সেরা ফুটবলার ।
নতুন ক্লাবে সেরকম সাফল্য পায়নি লিওনেল মেসি কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পর জাতীয় দলকে কোপা আমেরিকা পুরস্কার দিয়েছেন । ৬১৩ নিয়ে ৫৮০ পাওয়া লেভানডোভস্কি কে পিছনে ফেলতে কোনো অসুবিধা হয়নি লিওনেল মেসির । সপ্তমবারের শ্রেষ্ঠত্ব নিজের কাছে অবিশ্বাস্য মনে করছেন লিওনেল মেসি ।
ঐ দিন পুরস্কার পেয়ে মেসি বলেন " ফ্রান্স ফুটবলের ব্যালন ডি'অর জিতে নিজেকে খুব গর্বিত মনে করছি । ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার, বন্ধুদের এবং যারা আমাকে অনুসরন করেন আমাকে সাপোর্ট করেন । তাদেরকে ছাড়া আমি এটা অর্জন করতে পারতাম না " ।
এবারের অনুষ্ঠান সঞ্চালন করেন চেলসির সাবেক ফুটবলার দিদিয়ের দ্রোগবা । অনুষ্ঠানের একসময় দ্রোগবা এটাও বললেন " আমি সকলকে মনে করাতে চাই এবারের সত্যিকারের নায়ক সাইমন কে আর কে যে মাঠে তার সতীর্থ এরিকসনের জীবন বাঁচাতে যেভাবে লড়াই করেছেন সেটা কে কখনো ভোলা যাবে না যেটা ফুটবল থেকে অনেক বড় আমাদের কাছে " । এবং সবাই মিলে সাইমন কে আর কে অনেক অভিনন্দন জানানো হয় ।
একটি মন্তব্য পোস্ট করুন